R G Kar: তিলোত্তমা ধর্ষণ খুনের এক বছর, আজ রাত দখলের ডাক WBJDF-এর

R G Kar: R G Kar কাণ্ডের পর প্রথম বিরাট নাগরিক আন্দোলন হয়েছিল গতবছরের ১৪ অগাস্ট। বছর ঘুরতে গেল। এখনও বিচার পাননি তিলোত্তমার বাবা-মা।  ধর্ষণ-খুনের প্রতিবাদে ৯ অগস্টই  নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা।

R G Kar: তিলোত্তমা ধর্ষণ খুনের এক বছর, আজ রাত দখলের ডাক WBJDF-এর
রাত দখলের ডাক!Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 08, 2025 | 6:12 PM

কলকাতা: রাত পোহালেই তিলোত্তমার বিচারের দাবিতে নবান্ন অভিযান। যদিও কলকাতা পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে, কোনও অর্গানাইজেশন এই নবান্ন অভিযানের জন্য তাঁদের কাছে কোনওরকম আবেদন করেনি। কিন্তু নবান্ন অভিযান আটকাতে প্রস্তুত কলকাতা পুলিশও। এদিকে, আবার আজ, শুক্রবার রাত দখলের ডাক দিয়েছে WBJDF। রাত ৯টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মশাল মিছিল। শ্যামবাজার পর্যন্ত মিছিল যাবে। ভোর চারটে পর্যন্ত হবে এই কর্মসূচি। শ্যামবাজারেই তাঁরা অবস্থান করবেন। শনিবার রাখি বন্ধন কর্মসূচি। চিকিৎসক, নাগরিক সমাজকে সমাবেশে যোগ দেওয়ার আর্জি জানানো হয়েছে। এছাড়াও আজ রাতে একাধিক কর্মসূচি রয়েছে। শ্যামবাজার থেকে একটি মিছিল শুরু হওয়ার কথা রয়েছে।

R G Kar কাণ্ডের পর প্রথম বিরাট নাগরিক আন্দোলন হয়েছিল গতবছরের ১৪ অগাস্ট। বছর ঘুরতে গেল। এখনও বিচার পাননি তিলোত্তমার বাবা-মা।  ধর্ষণ-খুনের প্রতিবাদে ৯ অগস্টই  নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। দলীয় পতাকা ছেড়ে বিজেপি নেতা-কর্মীদের সেই অভিযানে সামিল হওয়ার ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে যেহেতু রাজনৈতিক নেতারা থাকবেন, তাই সেই মিছিলে না হাঁটার কথা আগেই জানিয়ে দিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফন্ট’। শুভেন্দু অধিকারী বলেন, “ওনার (তিলোত্তমার) বাবা-মা হাঁটবেন, আমরা পিছনে থাকব। ওনার বাবা-মা যদি বলেন, বসবেন, আমরাও বসব। ওনার বাবা নেতৃত্ব দেবেন। যিনি যেমন তেমন চাইবেন, তেমনটাই করা হবে।”

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “এই প্রতিবাদে যাতে কোনও রাজনীতির রং না লাগুক, সেটাই আমরা চাই। আমাদের সমস্ত কর্মীরা এতে অংশ নেবেন। ”

যদিও এই প্রতিবাদ কর্মসূচিকে কটাক্ষ করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “একটা এজেন্ডা তৈরি করা হয়েছে। বিজেপির দ্বারাই পরিচালিত হচ্ছে। এসব করে কোনও লাভ নেই। সরকারি দুষ্কৃতীর বিরুদ্ধে পদক্ষেপ করেছে। ”