Rabindranagar: সাদা রুমাল হাতে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন পুলিশকর্তা, ডান দিকে অতর্কিতে ইটবৃষ্টি! রবীন্দ্রনগরে ঠিক কী হয়েছে?

Rabindranagar: বুধবার বেলা ১ টা থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রবীন্দ্রনগর এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে চলে বেপরোয়া ইটবৃষ্টি। বিধানসভার বাইরেও এই বিষয়টি উত্থাপন করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় বাহিনী, RAF।

Rabindranagar: সাদা রুমাল হাতে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন পুলিশকর্তা, ডান দিকে অতর্কিতে ইটবৃষ্টি! রবীন্দ্রনগরে ঠিক কী হয়েছে?
পুলিশের হাতে সাদা রুমার, ডান দিকে ইট ছুড়ছেন যুবকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 11, 2025 | 5:57 PM

কলকাতা: দুই গোষ্ঠীর সংঘর্ষে তপ্ত সন্তোষপুর-রবীন্দ্রনগর এলাকা। চলছে বেপরোয়া ইটবৃষ্টি। জ্বলছে একের পর এক বাইক, গাড়িতে ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিত খাচ্ছে পুলিশ। ফাটানো হচ্ছে কাদানে গ্যাসের সেল। পরিস্থিতি সামাল দিতে আক্রান্ত পুলিশও। ইটের আঘাতে আহত এক মহিলা পুলিশকর্মী।

বুধবার বেলা ১ টা থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রবীন্দ্রনগর এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে চলে বেপরোয়া ইটবৃষ্টি। বিধানসভার বাইরেও এই বিষয়টি উত্থাপন করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় বাহিনী, RAF।

একটা সময়ে দেখা যায়,  পুলিশ বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করে পরিস্থিতি সামলাতে উদ্যত হয়। সমস্যা কোথায়? কী নিয়ে অভিযোগ? সেটা জানার জন্য  কলকাতা পুলিশের এক কর্মী হাতে সাদা রুমাল নিয়ে এগিয়ে যান কথা বলতে। বিক্ষোভকারীদের মধ্য়েই একজন এগিয়ে আসতে থাকেন কথা বলতে। তাঁরাও হাত নাড়িয়ে তাঁদের সঙ্গীদের শান্ত থাকতে বলেন। কিন্তু তখনই অতর্কিতে পুলিশের ডান দিক থেকে বেরিয়ে আসে কয়েকজন। তাঁরা ইট ছুড়তে থাকেন। তাতে আহত হন এক মহিলা পুলিশ কর্মী। তাতে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশ কাদানে গ্যাসের সেল ফাটায়।

বিকাল গড়িয়ে সন্ধ্যার পর পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে। এখন রাস্তার ওপর পড়ে রয়েছে গুচ্ছ গুচ্ছ ইটের টুকরো। এলাকায় মোতায়েন বাহিনী। রাস্তার একপ্রান্তে এখন পুলিশ, অপরপ্রান্তে বিক্ষোভকারীরা।