
কলকাতা: সোমবার রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, শহরতলি এলাকার বিস্তীর্ণ এলাকা। লোকে বলছে, মেঘভাঙা বৃষ্টি আরকী! কিন্তু বুধবারও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনার উপর মেঘপুঞ্জ তৈরি হয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এক্ষেত্রেও ৭০-১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বিক্ষিপ্তভাবে হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এখনও শহরের একাধিক জায়গায় কোমর সমান জল জমে রয়েছে। ভয়ঙ্কর অবস্থা বালিগঞ্জ এবং গড়িয়াহাটে। ঠনঠনিয়া কালীবাড়ি, কলেজ স্ট্রিটে জল জমে রয়েছে।
পুজোতে বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। পঞ্চমীতে ভারী বৃষ্টি হবে। ২৫ সেপ্টেম্বর বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরি হবে। অষ্টমীতে হবে ঘূর্ণাবর্ত। তার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেভাবে ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলো নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। মঙ্গলবারই যা পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতায়, তাতে চরম বিপন্নতা ধরা পড়েছে। এরপর বৃষ্টি হলে, ডিভিসি জল ছাড়লে পরিস্থিতি আরও খারাপ হবে।
আগামি ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মেঘলা থাকবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকবে।