
কলকাতা: ফাল্গুনের শুরুতে ভিজতে চলেছে বাংলা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধ থেকে শনি, ৪ দিন বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাস। ৩ দিন বিক্ষিপ্ত বৃষ্টির ইঙ্গিত কলকাতায়। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়েও। রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি বাড়তে পারে। রবিবার রাত পর্যন্ত কোনও জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কিন্তু, ১৭ তারিখ সকাল থেকেই বদলাবে হাওয়া। ১৭ থেকে ১৮ তারিখ সকাল পর্যন্ত দার্জিলিং জেলায় হালকা বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাব থাকছে। তবে দক্ষিণবঙ্গ ভিজতে ভিজতে ১৯ তারিখ।
১৯ তারিখে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওইদিন আবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতেরও সম্ভাবনা থাকছে।
২০ তারিখেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ২০ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ২১ তারিখ থেকে ধীরে ধীরে বদলাবে হাওয়া। তবে বৃষ্টি চলবে। ২১ তারিখে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২২ তারিখে আবার দক্ষিণবঙ্গের সবক’টি জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একইসঙ্গে উত্তরবঙ্গে কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। এদিন ঘন কুয়াশার জেরে দার্জিলিংয়ের নানা প্রান্তে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যায়।