কলকাতা: ফের বৃষ্টির কথা বলছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হলেও এখনই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা। শনিবার ও রবিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, প্রতিবেশী মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতায় বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আকাশ মোটের উপর মেঘলা থাকবে। আশপাশের এলাকাগুলিতেও একই ছবি দেখা যাবে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় আগামী ৫ দিন তাপমাত্রা মোটের উপর শুষ্কই থাকবে।
হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। শনিবার আংশিক মেঘলা আকাশ হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের বাকি জেলায় মোটের উপর শুষ্ক আবহাওয়াই থাকছে। বর্তমানে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে স্বাভাবিকের থেকে। তবে সপ্তাহ ঘুরতেই ধীরে ধীরে বদলাবে পরিস্থিতি। বছরের শুরুতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
এদিকে এবার উত্তরবঙ্গে শনি ও রবিবার দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা থাকছে। শনিবার আবার শিলাবৃষ্টি হতে পারে কালিম্পংয়ে। সঙ্গে হালকা বৃষ্টিও হতে পারে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়িতেও। রবিবার এই জেলাগুলি ছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে হালকা বৃষ্টি হতে পারে। বর্তমানে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও শনিবার আবার পারা বেশ কিছুটা বাড়তে পারে। মেঘলা আকাশের কারণেই এমনটা হতে পারে বলে মনে করা হচ্ছে।