
কলকাতা: ঠান্ডা কমছে, গরম বাড়ছে, বৃষ্টিও আসছে। পূর্বাভাস ছিল বুধবার থেকেই বৃষ্টিতে ভিজবে বাংলা। দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতাও জারি হয়ে গিয়েছে। কিন্তু, শীতের শেষে আর যেন তর সইতে পারছে না বৃষ্টি। মঙ্গলবারই বৃষ্টি শুরুর পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই বৃষ্টিতে ভিজতে পারে বিস্তৃর্ণ এলাকা।
আবহাওয়া দফতর বলছে, রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে পারে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। চাষিদের জন্য বিশেষ সতর্কতা জারি আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে বুধবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দুই পার্বত্য জেলায়। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা ও সিকিম সংলগ্ন এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনাও থাকছে।
বুধবার বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলাতে। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলিতে। এই জেলাগুলিতে অন্য জেলাগুলির তুলনায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। কলকাতায় বুধবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে বলেই মত আবহাওয়াবিদদের।