
কলকাতা: মার্চের শেষ থেকে শুরু হয়েছে। গলদ-ঘর্ম অবস্থা বাঙালির। গরমের চোটে রাস্তায় বেরনোই দায় হয়ে গিয়েছে। আর এসি ছাড়া টেকা দায় হয়ে পড়েছে। তবে এই আবহের মধ্যেই এবার সুখবর দিল আলিপুর আবহাওয়া অফিস। এপ্রিলের শুরুতেই মিলবে সাময়িক সুখবর। ঝড়-বৃষ্টির জেরে কমতে পারে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকেই হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে বইতে পারে দমকা বাতাস। সঙ্গে বজ্রবিদ্যুতেরও আশঙ্কা। হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে জলীয় বাস্প ঢুকবে। তবে তাপমাত্রা কমলেও থাকবে গরমের দাপট।
কোথায়-কোথায় কবে বৃষ্টি?
বুধবার–পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার–পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার–দক্ষিণের পনেরোটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তবে মৌসম ভবন জানিয়েছে, এপ্রিল-মে-জুন গোটা দেশে দাপট চলবে তাপপ্রবাহের। চলতি মাসে দাপট দেখাবে তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই আশঙ্কা। বেশি তাপপ্রবাহ থাকবে পশ্চিমাঞ্চলে। স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি দক্ষিণবঙ্গে। অর্থাৎ মাসের শুরুতে বৃষ্টি হলেও, বাকি মাস সুখা থাকার আশঙ্কাই বেশি।