
কলকাতা: ভ্যাপসা গরম। আর তার জেরে অতিষ্ঠ হয়েছিল বঙ্গবাসী। এই পরিস্থিতিতে লাগাতার বৃষ্টি কমিয়েছে তাপমাত্রার পারদ। জেলায়-জেলায় কখনও বয়েছে দমকা বাতাস, কখনও বা হয়েছে শিলাবৃষ্টি। এরপর বৃষ্টির সেই ধারা অব্যাহত রয়েছে। বুধবারও সকাল থেকে আকাশের মুখ ভার। বেলা গড়াতেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ঝেঁপে নামে বৃষ্টি। সঙ্গে বজ্রপাত। হাওয়া অফিস বলছে, আগামী ২ থেকে ৩ ঘণ্টায় পূর্ব বর্ধমান, নদিয়া, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত হবে।
বস্তুত, গতবছরও (২০২৪) গরমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় ছিল বঙ্গবাসীর। এপ্রিলে রেকর্ড ভাঙা গরম পড়েছিল। গরমে তিতিবিরক্ত হয়ে গিয়েছিলেন বঙ্গবাসী। ৪৩ ডিগ্রিতে চড়েছিল কলকাতার তাপমাত্রা। বৃষ্টি কবে হবে কার্যত চাতকের মতো অপেক্ষা করছিলেন। কিন্তু এই বছর সম্পূর্ণ আলাদা। এপ্রিল মাসে গরম পড়তে না পড়তেই লাগাতার বৃষ্টি হচ্ছে গোটা বাংলায়।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে এগারোটায় আলিপুরের তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচেই। হাওয়া অফিস বলছে, জেলায়-জেলায় আরও বৃষ্টি হবে। সুখবরও শুনিয়েছে আলিপুর। মে মাস শুরু হলেও আগামী পাঁচ-ছ’দিন তাপপ্রবাহের কোনও আশঙ্কা নেই। ফলে আপাতত গরমের ভোগান্তি থাকবে না বলেই মনে করছে আবহাওয়া অফিস।