Weather Update: কালো মেঘের দখলে রথের আকাশ, সোম-মঙ্গলে একই ছবি দেখা গেলেও বুধেই ঘুরছে খেলা

Souvik Sarkar | Edited By: জয়দীপ দাস

Jul 07, 2024 | 3:30 PM

Weather Update: এদিন দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির ছবি দেখা গেলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

Weather Update: কালো মেঘের দখলে রথের আকাশ, সোম-মঙ্গলে একই ছবি দেখা গেলেও বুধেই ঘুরছে খেলা
প্রতীকী ছবি
Image Credit source: Meta AI

Follow Us

কলকাতা: রথের দিন সকাল থেকেই আকাশের মুখ ভার। কার্যত গোটা আকাশের দখল নিয়ে বসে আছে ঘন কালো মেঘের দল। বিক্ষিপ্ত বৃষ্টিও চলছে জেলায় জেলায়। ভিজেছে কলকাতা। অন্যদিকে ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। সবথেকে বেশি বৃষ্টি হচ্ছে উপরের দিকের জেলাগুলিতে। হাওয়া অফিস বলছে বুধবার থেকে আরও বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। সবটাই মৌসুমি অক্ষরেখার প্রভাবে।

হাওয়া অফিস আরও জানাচ্ছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্নাবর্ত আপাতত অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর থেকে নিম্নচাপ সৃষ্টি হতে পারে ওড়িশা উপকূলে। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে শুরু হয়ে বাংলার আসানসোল ও হুগলি হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলতেই থাকবে। 

এদিন দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির ছবি দেখা গেলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করছে ৬৫ থেকে ৯১ শতাংশের আশপাশে।

অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার সঙ্গে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বুধবার থেকে বদলে যাবে ছবি। প্রবল বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। 

Next Article