কলকাতা: মার্চ পড়তে না পড়তেই শুরু হয়ে গিয়েছিল খেলা। এবার যেন এক্কেবারে চালিয়ে খেলতে শুরু করে দিয়েছে গরম। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের পাঁচ থেকে ছ’টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর ও উত্তর পশ্চিমের গরম হওয়ার প্রভাবে লু বইতে পারে ওড়িশা এবং ঝাড়খণ্ডে। তার প্রভাব থেকে বাঁচবে না বাংলাও। তারই ছাপ দেখা যাবে পশ্চিমের জেলাগুলিতে। আবহওয়া দফতর বলছে, শুধু দোলের দিন নয়, শনিবারও তাপপ্রবাহের পরিস্থিতি থাকছে ৫ জেলায়।
তাপপ্রবাহ চলতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে। হাওয়া অফিস বলছে, অবস্থা এমন হতে পারে যে কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়ে যেতে পারে। কোথাও কোথায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে। একই ছবি দেখা যাবে সোমবারেও। তাপপ্রবাহের পরিস্থিতি থাকছে ৫ জেলায়। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে থাকছে তাপপ্রবাহের সতর্কতা। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে।
একদিন আগেই অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার পারদ উঠে যায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। পানাগড়ে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৫.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাঁকুড়ায় ৩৮. ১ ডিগ্রি সেলসিয়াস। আসানসোল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতেও তাপমাত্রা ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে দক্ষিণবঙ্গ রোদে পুড়লেও উত্তরবঙ্গে আবার এদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি হবে কমবেশি সব জেলাতেই। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। শুক্রবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়।