Weather Update: সোমবার থেকেই শুরু নতুন খেলা! রোদের মাঝেই হাওয়া অফিসের পূর্বাভাস দেখলে চমকে যাবেন

Weather Update: এদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা দিনভর ৮৭ থেকে ১০০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।

Weather Update: সোমবার থেকেই শুরু নতুন খেলা! রোদের মাঝেই হাওয়া অফিসের পূর্বাভাস দেখলে চমকে যাবেন
কী বলছে অবহাওয়া দফতর? Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Jul 27, 2025 | 10:02 AM

কলকাতা: কেটেছে নিম্নচাপের ফাঁড়া। ফের হাসছে আকাশ। সকাল থেকেই মিলেছে রোদের দেখা। তবে হাওয়া অফিস বলছে জলীয় বাষ্পের কারণে আপেক্ষিক আর্দ্রতার গ্রাফ উপরের দিকেই থাকছে। ফলে বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে। সকাল রোদ উঠলেও দিনভর দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলার আকাশ মেঘলাই থাকবে।  জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সোমবার ও মঙ্গলবার ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গজুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। 

এদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা দিনভর ৮৭ থেকে ১০০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। তবে এদিন সকালেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ১০০ শতাংশ ছুঁয়ে ফেলে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বেশিই হবে। বৃষ্টি হয়েছে ৭.৬ মিলিমিটার। 

এদিকে আবার মৌসুমী অক্ষরেখা গঙ্গানগরের নিম্নচাপ এলাকার ওপর দিয়ে ছত্তিসগঢ় জামশেদপুর এবং দিঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। কয়েকদিন মাঝারি হয়েছে বৃষ্টি উত্তরবঙ্গে। তবে এবার  বাড়বে তীব্রতা। উত্তরবঙ্গে রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। ৩১ জুলাই বৃহস্পতিবার থেকে আরও বেশি মাত্রায় বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে পুরুলিয়া, পূর্ব-পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। সোমবার ফের বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। মঙ্গলবার আবার নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি পূর্ব বর্ধমান, বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে।