
কলকাতা: রাত থেকেই মন খারাপ আকাশের। ভোরের আলো যখন ফোটেনি। তখন থেকেই ঝিমঝিম করে নেমেছে বৃষ্টি। রেশ থেকেছে বেলা গড়ালেও। যার জেরে সমস্যায় পড়তে হয়েছে অফিস যাত্রীদের।
হাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টি এখনই থামার নয়। কারণ, গতকাল উপকূলে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। এমনকি, দক্ষিণবঙ্গে এই নিম্নচাপ আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে। ফলত বাড়বে বৃষ্টির পরিমাণ। ভিজবে গোটা বাংলা। রয়েছে বন্যা পরিস্থিতির আশঙ্কা। মঙ্গলবার পর্যন্ত ভেজা থেকে রেহাই দেওয়ার কেউ নেই।
জানা গিয়েছে, সোমবার মোট ৭ জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। এদিন পশ্চিম মেদিনীপুরে হতে পারে অতি ভারী বৃষ্টি। অন্য দিকে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম-সহ বেশ কয়েকটি জেলায় রয়েছে ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা। যা চলতে পারে মঙ্গলবার পর্যন্ত।
কলকাতাতেও একই পরিস্থিতি। হাওয়া অফিস জানিয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টিতেই মঙ্গলবার পর্যন্ত ভিজবে শহর তথা শহরতলি। এছাড়াও, বর্ধমান, মুর্শিদবাদ, নদিয়াতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
বৃষ্টি-ঝড়-জল সব মিলিয়ে একটা জল থৈথৈ পরিস্থিতি। কলকাতার বিস্তৃর্ণ এলাকা ইতিমধ্যেই হাঁটুজল হয়েছে। অন্যদিকে, গ্রামে-গঞ্জেও বাড়ছে জলস্তর। ডুবেছে ঘাটালের বিস্তৃর্ণ এলাকা। ভাল নেই খানাকুল, আরামবাগ। সেখানে দ্বারকেশ্বর নদের জলে ফুঁসছে রূপনারায়ণ। প্লাবিত হয়েছে একাধিক এলাকা। তার মধ্যে আবার জল ছাড়ছে ডিভিসি। এই নিয়ে প্রায় এক সপ্তাহ ধরে ৪৫ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। যার জেরে বন্যার ভয় আরও বাড়ছে বললেই চলে।