Bengal Weather: তীব্র দাবদহের মাঝেই রাতভর বৃষ্টির ‘সার্জিক্যাল স্ট্রাইক’! ৫ ডিগ্রি কমে গেল তাপমাত্রা

Bengal Weather: রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকছে ৫ জেলায়। তালিকায় উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি তো হবেই, সঙ্গে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা বাতাসও বইতে পারে।

Bengal Weather: তীব্র দাবদহের মাঝেই রাতভর বৃষ্টির ‘সার্জিক্যাল স্ট্রাইক’! ৫ ডিগ্রি কমে গেল তাপমাত্রা
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Apr 27, 2025 | 9:29 AM

কলকাতা: রাতের তাপমাত্রা ৫ ডিগ্রি কমিয়ে দিল ঝড়-বৃষ্টি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াসে। আগামী ৪-৫ দিনে আরও ঝড়-বৃষ্টির পূর্বাভাস। ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে ঝড় বইতে পারে। অন্যদিকে এদিনও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। সোমবার পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। আপাতত তাপপ্রবাহ ফেরার আশঙ্কা নেই। তাতেই স্বস্তিতে বঙ্গবাসী। তবে ঝড়-বৃষ্টিতে সব্জি চাষে ক্ষতির আশঙ্কা চাষিদের। 

রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকছে ৫ জেলায়। তালিকায় উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি তো হবেই, সঙ্গে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা বাতাসও বইতে পারে। কয়েক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। মঙ্গলবারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। 

অন্যদিকে সোমবার উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে। এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বৃষ্টির জেরে আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। খানিক একই ছবি দেখা যাবে সোমবারও। মঙ্গলবারেও দার্জিলিং থেকে মালদহ, সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে।