
কলকাতা: দিনভর ভ্যাপসা গরমের পর বিকেল নামতেই বৃষ্টি, দোসর বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও। বৃহস্পতিবার দুুপুরের পর থেকে এমন ছবিই দেখা গেল জেলায় জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে বৃষ্টি নামল কলকাতার আশপাশের জেলাগুলিতে। মেঘের দেখা মিলল কলকাতার আকাশেও। হাওয়া অফিস বলছে, এদিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। রাতের দিকে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলেও ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝড়ো হাওয়া-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে।
লাগাতার কয়েকদিন একটানা ভ্যাপসা গরম চলেছে পশ্চিমের জেলাগুলিতে। চড়া রোদ আর অন্যদিকে বাতাসে মাত্রাতিরিক্ত আর্দ্রতার কারণে সকাল থেকেই গলদঘর্ম অবস্থা পশ্চিমের জেলাগুলির মানুষের। চারপাশে শুধুই গুমোট ভাব। কিন্তু বৃহস্পতিবার বিকাল থেকেই ছবিটা কিছুটা বদলে গেল। বিকাল হতে না হতেই বাঁকুড়া-সহ আশপাশের এলাকায় ঝেঁপে নামে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হয়। আর তাতেই কিছুটা হলেও স্বস্তিতে আম-আদমি।
আবহাওয়া দফতর বলছে, ১৬ তারিখ থেকে দক্ষিণবঙ্গে একটু হলেও বৃষ্টির পরিমাণ কমবে। কিন্তু, ১৭ ও ১৮ তারিখ আবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আগামী ৩ দিন, উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে। সঙ্গে ঝড়ও হতে পারে। অন্যদিকে আন্দামান-নিকোবর দীপপুঞ্জের কিছুটা অংশে ইতিমধ্যেই পা রেখে বর্ষা। বাংলায় আসতে এখনও বেশ কিছুটা দেরি।