কলকাতা : বসন্ত এসে গেছে। দোলের রেশ কাটিয়ে বাংলার অলিতেগলিতে যেন এখন একটাই সুর। কিন্তু, পারদ যেভাবে চড়ছে তাতে যেন অনেকেই বলছেন এ যেন একেবারে শীত (Winter) পার করেই গ্রীষ্মের দোরগোড়ায় বাংলা। তবে এদিন দিনভর আংশিক মেঘলা আকাশ থাকায় কলকাতার (Kolkata) খানিক কমেছে তাপমাত্রা । পাশাপশি দক্ষিণবঙ্গের (South Bengal) পশ্চিমের জেলাগুলিতেও কোথাও কোথাও দিনভর আংশিক মেঘলা আকাশের দেখা মিলেছে। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা থাকছে কিছু জেলায়।
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির মধ্যে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্তমানে আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি পূর্ব ১১ তারিখে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুরে। তবে বৃষ্টির পূর্বভাস রয়েছে তারপরেও। ১৭ ও ১৮ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির জেরে ১৫ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু কমবে বলে মনে করা হচ্ছে। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বভাস রয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী ৪-৫ দিন। দিন ও রাতে তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই উত্তরবঙ্গে। মোটের উপর রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে রাজ্যের নানা প্রান্তেই।