AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Prashant Barman: সুপ্রিম কোর্টের নির্দেশও অমান্য ‘দাবাং’ প্রশান্ত বর্মণের, কী করলেন?

Supreme Court on Prashant Barman: প্রশান্ত বর্মণকে ৭২ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের জন্য গত ২২ ডিসেম্বর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও আদালতে আত্মসমর্পণ করেননি প্রশান্ত বর্মণ। তিনি 'ফেরার' হয়ে যান। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিধাননগর আদালত।

Prashant Barman: সুপ্রিম কোর্টের নির্দেশও অমান্য 'দাবাং' প্রশান্ত বর্মণের, কী করলেন?
সুপ্রিম কোর্টের নির্দেশের পরও আত্মসমর্পণ করলেন না প্রশান্ত বর্মণImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 23, 2026 | 6:11 PM
Share

কলকাতা: ‘দাবাং’ বিডিও হিসেবেই তিনি পরিচিত। সেই প্রশান্ত বর্মণ এবার সুপ্রিম কোর্টের নির্দেশও মানলেন না। শুক্রবারের মধ্যে বিধাননগর মহকুমা আদালতে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। কিন্তু, সেই সময় পেরিয়ে গেলেও এদিন আদালতে আত্মসমর্পণ করেননি প্রশান্ত বর্মণ। এবার তাঁর বিরুদ্ধে পুলিশ কী পদক্ষেপ করবে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

সল্টলেকের দত্তাবাদের স্বপন কামিল্যা নামে এক স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়িয়েছে প্রশান্ত বর্মণের। গত ২৯ অক্টোবর নিউটাউনের যাত্রাগাছির খালধার থেকে ওই স্বর্ণ ব্যবসায়ী দেহ উদ্ধার হয়। ওই খুনের ঘটনায় একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হলেও অধরা প্রশান্ত বর্মণ। তিনি এই খুনের মূল অভিযুক্ত বলে অভিযোগ মৃতের পরিবারের। প্রশান্ত বর্মণ গ্রেফতার না হওয়ায় ক্ষোভও উগরে দিয়েছে মৃতের পরিবার।

ওই খুনের ঘটনায় বারাসত ও বিধাননগর মহকুমা আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন প্রশান্ত বর্মণ। সেই আগাম জামিনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। হাইকোর্ট আগাম জামিনের নির্দেশ খারিজ করে দেয়। এবং ৭২ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণের জন্য গত ২২ ডিসেম্বর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও আদালতে আত্মসমর্পণ করেননি প্রশান্ত বর্মণ। তিনি ‘ফেরার’ হয়ে যান। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিধাননগর আদালত।

ওই ‘ফেরার’ থাকা অবস্থাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত বর্মণ। গত ১৯ জানুয়ারি দেশের শীর্ষ আদালতে ধাক্কা খান তিনি। বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চ ২৩ জানুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয় তাঁকে। স্থানীয় আদালতে, যেখানে এই মামলা বিচারাধীন, সেখানেই তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। এরই মধ্যে রাজগঞ্জে নতুন বিডিও নিয়োগ করে প্রশাসন। রাজগঞ্জের জয়েন্ট বিডিও সৌরভকান্তি মণ্ডলকে বিডিও-র দায়িত্ব দেওয়া হয়।

প্রশ্ন উঠতে থাকে, সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর কি আত্মসমর্পণ করবেন প্রশান্ত? ২৩ জানুয়ারি ছিল আত্মসমর্পণের শেষ দিন। এদিনও তিনি আত্মসমর্পণ করেননি। এবার পুলিশ কী করবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশান্ত বর্মণই বা কী করবেন, তা নিয়েও নানা জল্পনা বাড়ছে।