AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPS Promotion: রাজীব কুমার সহ একাধিক আইপিএসের পদোন্নতি রাজ্যে, কে কোন পদে, একনজরে

IPS Promotion: রাজ্য পুলিশের একাধিক আধিকারিকের পদোন্নতি হল। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারেরও পদোন্নতির নির্দেশিকা দেওয়া হয়েছে।

IPS Promotion: রাজীব কুমার সহ একাধিক আইপিএসের পদোন্নতি রাজ্যে, কে কোন পদে, একনজরে
| Edited By: | Updated on: Dec 31, 2021 | 4:20 PM
Share

কলকাতা : একদিকে শুক্রবার থেকে কলকাতার পুলিশ কমিশনারের (Police Commissioner) দায়িত্ব নিলেন বিনীত গোয়েল (Vinit Goel)। অন্যদিকে, এ দিনই রাজ্য পুলিশের একাধিক আধিকারিকের পদোন্নতি হল। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারেরও পদোন্নতির নির্দেশিকা দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল ব়্যাঙ্কে ছিলেন রাজীব কুমার। এবার ডিরেক্টর জেনারেল ব়্যাঙ্কে পদোন্নতি হল তাঁর। পাশাপাশি একগুচ্ছ আইপিএস অফিসারের পদোন্নতির নির্দেশিকা এসেছে।

কে কোথায় যাচ্ছেন একনজরে

১. এডিজি ব়্যাঙ্কে দায়িত্বরত আরও এক আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায়ের পদোন্নতি হয়েছে। তিনি পেলেন ডিরেক্টর জেনারেল ব়্যাঙ্ক।

২. শিলিগুড়িতে এসপি পদমর্যাদার দুই আধিকারিকের পদোন্নতি হয়েছে। শিলিগুড়ির এসআরপি পদে থাকা আইপিএস আবাদেশ পাঠক কলকাতায় যাদবপুর ডিভিশনের ডিসি, এসএসডি পদ পাচ্ছেন। শিলিগুড়ির এসআরপি হচ্ছেন যশপ্রীত সিং, যিনি বর্তমানে শিলিগুড়ির পুলিশ সুপার পদে রয়েছেন।

৩. যাদবপুর ডিভিশনের ডিসি পদ থেকে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি হচ্ছেন রশিদ মুনীর খান।

৪. ডিআইজি পদে কর্তব্যরত আইপিএস ঋষিকেশ মীনা পেলেন আইজিপি পদ।

৫. ডিআইজি সিভিল ডিফেন্স পদে কর্মরত আইপিএস মিতেশ জৈন পাচ্ছেন আইজিপি সিভিল ডিফেন্স পদ

৬. ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জে কর্তব্যরত আইপিএস সুনীল কুমার চৌধুরী পাচ্ছেন বাঁকুড়ার রেঞ্জের আইজিপি পদ

৭. ডিআইজি, সিআইএফ আইপিএস সব্যসাচী রমণ মিশ্র পাচ্ছেন আইজিপি সিআইএফ পদ।

৮. ওসিডব্লু পদ থেকে আইপিএস পারুল রুশ জৈনের পদোন্নতি হচ্ছে। আইজিপি ট্রাফিক পদ পাচ্ছেন পারুল রুশ জৈন।

এ দিকে, কলকাতার পাশাপাশি, মালদহের নয়া পুলিশ কমিশনার হলেন অমিতাভ মাইতি। মালদহের ডিআইডি হলেন অলোক রাজোরিয়া। আলিপুরদুয়ারের নয়া পুলিশ সুপার হলেন ওয়াই রঘুবংশী, জলপাইগুড়ি জেলার নয়া পুলিশ সুপার হলেন ভোলানাথ পাণ্ডে।

কালিম্পং-এ নয়া পুলিশ সুপার হলেন অপরাজিতা রাই, রাজ্যপুলিশের এসটিএফ-র ডিসি হলেন হরিকৃষ্ণ পাই, রাজ্য ট্রাফিক পুলিশের ডিআইজি হলেন সুকেশ কুমার জৈন। কলকাতা পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার হলেন প্রবীণ কুমার ত্রিপাঠী।

আরও পড়ুন : Deadbody Recover: পড়ে রয়েছে ঝলসানো দেহ! আলিপুরদুয়ার ফ্লাইওভারের নীচে উদ্ধার ব্যক্তির অগ্নিদগ্ধ মৃতদেহ