Ration Scam: ৭-৮ কোটির দু’টি ফ্ল্যাট, দুবাই পালানোর ছক করেছিলেন বাকিবুর!

Ration Scam: দুবাইতে দুটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে বাকিবুরের। এক একটি  ফ্ল্যাটের দাম ৭-৮ কোটি টাকা। সেই ফ্ল্যাটের জন্য বেশিরভাগ টাকা দুবাইতে পাঠানো হয়েছিল। বাকি টাকা ঋণ নেওয়া হয়েছিল বলে ইডি সূত্রে খবর। 

Ration Scam:  ৭-৮ কোটির দু'টি ফ্ল্যাট, দুবাই পালানোর ছক করেছিলেন বাকিবুর!
বাকিবুর রহমানImage Credit source: facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 10:26 AM

কলকাতা:  রেশন দুর্নীতি চক্রের চাঁই বাকিবুর রহমান সম্পর্কে যত তথ্য সামনে আসছে, ততই চক্ষু চড়কগাছ কেন্দ্রীয় তদন্তকারীদের। ইডি-র হাতে তথ্য এসেছে, দুবাইতে দুটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে বাকিবুরের। ফ্ল্যাটের দাম ৭-৮ কোটি টাকা। সেই ফ্ল্যাটের জন্য বেশিরভাগ টাকা দুবাইতে পাঠানো হয়েছিল। বাকি টাকা ঋণ নেওয়া হয়েছিল বলে ইডি সূত্রে খবর।

কেন্দ্রীয় তদন্তকারীরা জানতে পেরেছেন, দুবাইতে ফ্ল্যাট কেনার টাকা এদেশ থেকেই পাঠিয়েছিলেন বাকিবুর। কিছু টাকা অবশ্য ঋণ নিয়েছিলেন। কিন্তু প্রায় ১৪ কোটি টাকার উৎস কী, কোথা থেকে এত টাকা পেয়েছিলেন বাকিবুর, সেই উত্তরই খুঁজে পেতে চাইছেন তদন্তকারীরা। মনে করা হচ্ছে, এক্ষেত্রেও দুর্নীতির টাকাই কাজে লাগিয়েছেন বাকিবুর।

তদন্তকারীরা এটাও খতিয়ে দেখছেন, কেবল কি সম্পত্তি বাড়ানোর জন্যই দুবাইতে ফ্ল্যাট কিনেছিলেন বাকিবুর নাকি তাঁর অন্য কোনও পরিকল্পনা ছিল? অর্থাৎ দুবাইতে কি পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন তিনি, সেটাও তলিয়ে দেখছেন ইডি আধিকারিকরা।

এদিকে, রেশন দুর্নীতি মামলায় ইডি-র স্ক্যানারে এবার বাকিবুরের সঙ্গীরাও। আগামী  কয়েকদিনের মধ্যেই বাকিবুরের সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই তলব করা হয়েছে। সূত্রের খবর, তাঁদের অধিকাংশই গণবন্টন ব্যবস্থার সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে সাধারণ মানুষের জন্য বরাদ্দ রেশনের আটা পাচারের অভিযোগ রয়েছে। নদিয়া ও তার সংলগ্ন এলাকায় পাচারের জাল বিছিয়েছিলেন তাঁরা। সীমান্ত পেরিয়েও সেই পাচারচক্র সক্রিয় ছিল কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।