
কলকাতা: যা ৫ বছরে হয়নি তাই হয়ে গেল এবার। বৃষ্টি! জুলাই জুড়ে প্রবল বৃষ্টি গোটা বাংলায়। কলকাতা থেকে পশ্চিমাঞ্চল, সর্বত্রই একই ছবি। তাতেই ৫ বছরের সেরা বৃষ্টির রেকর্ড উঠল ২০২৫ এর জুলাইয়ের মাথায়। আবহাওয়া দফতর বলছে, কলকাতায় জুন মাসে বৃষ্টি কম থাকলেও জুলাই মাসে রেকর্ড ৫৯৩.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ৩৬২ মিলিমিটার। স্বাভাবিকের থেকে ৬৪ শতাংশ বৃষ্টি বেশি হয়েছে। গত বছর ৩২৮.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছিল জুলাই মাসে।
এ তো গেল কলকাতার কথা, গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বড় রেকর্ড করে ফেলেছে বৃষ্টি। আবহাওয়া দফতর বলছে, ২৮ জুলাই পর্যন্ত স্বাভাবিক বৃষ্টির তুলনায় বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। ৬৮০.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে এ পর্যন্ত। স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ৫৭১.৮ মিলিমিটার। কিন্তু এবার স্বাভাবিকের চেয়ে ১৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। পরিসংখ্যান যা বলছে অতিবৃষ্টিতে ভেসেছে বাঁকুড়া ও পুরুলিয়া।
তবে দক্ষিণঙ্গের নানা প্রান্তে অতিবৃষ্টি হলেও উত্তরবঙ্গ কিন্তু অন্য কথা বলছে। পরিসংখ্যান বলছে, উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ৭১০.৭ মিলিমিটার। যেখানে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ১০০৫.৩ মিলিমিটার। শতাংশের বিচারে যা ২৯ শতাংশ কম।