Recruitment Scam: শিক্ষা সচিবকে জিজ্ঞাসাবাদের পরই বিকাশ ভবনে চিঠি দিল CBI

Supriyo Guha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 21, 2023 | 11:23 AM

Recruitment Scam: আরও কিছু নথি খতিয়ে দেখতে চায় সিবিআই। নিয়োগ মামলার শিকড়ে পৌঁছতে তৎপর কেন্দ্রীয় সংস্থা।

Recruitment Scam: শিক্ষা সচিবকে জিজ্ঞাসাবাদের পরই বিকাশ ভবনে চিঠি দিল CBI
বিকাশ ভবন (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে আরও নতুন তথ্যের সন্ধান পেল সিবিআই। শিক্ষা সচিব মণীশ জৈনকে তলব করার পরই সেই তথ্যের বিষয়ে জানতে আরও বেশ কিছু নথির সন্ধান শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিশেষ কিছু নথি চেয়ে বিকাশ ভবনকে সিবিআই-এর তরফে চিঠি দেওয়া হয়েছে মঙ্গলবার। সেই সব নথি খতিয়ে দেখে আবারও শিক্ষা সচিবকে তলব করা হবে বলে সূত্রের খবর।

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বারবার মণীশ জৈনের নাম সামনে এসেছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কীভাবে দুর্নীতি হয়েছিল? কীভাবে ভুয়ো নিয়োগ হত? সেই তথ্য জানতে সচিবকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। গত ১৫ জুন নিজাম প্যালেসে তাঁকে বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এবার নথি পাওয়ার পর তদন্তের অগ্রগতি হবে বলে মনে করা হচ্ছে।

নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটেও রয়েছে মণীশ জৈনের নাম। কারা  ইন্টারভিউর আয়োজন করতেন, সেই তালিকাতেই নাম ছিল মণীশ জৈনের। যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছিলেন মণীশ জৈন। তিনি দাবি করেছিলেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁকে কোনও ইন্টারভিউর আয়োজন করতে বলেননি।

অভিযোগ, টাকার বিনিময়ে যাঁদের চাকরি দেওয়া হত, তাঁদের নির্ধারিত সময়ের আগেই নেওয়া হত ইন্টারভিউ। মণীশ জৈন, শিক্ষা দফতরের অফিসার অফিসার সুকান্ত আচার্য এবং এক সময় পার্থর পরিষদীয় দফতরের ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায় সেই ইন্টারভিউ প্রক্রিয়ার তদারকি করতেন বলেই উল্লেখ করা হয়েছিল ইডি-র চার্জশিটে।

Next Article