
কলকাতা: কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির দাবি দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ‘সংগ্রামী যৌথ মঞ্চ’। এবার সেই যৌথ মঞ্চে গেলেন চাকরিহারা। সাক্ষাৎ করলেন ডিএ (DA) আন্দোলনকারীদের সঙ্গে। যদিও, এ দিন সংশ্লিষ্ট মঞ্চে সংগ্রামী যৌথ মঞ্চের কোনও প্রতিনিধিকে উপস্থিত হতে দেখা যায়নি। এ দিনে মঞ্চ থেকে চাকরিহারাদের ‘বড়’ প্রশ্ন মুখ্যমন্ত্রী বসতে চাইছেন ঠিক কাদের নিয়ে? যোগ্য নাকি অযোগ্যদের?
চাকরিহারা এক শিক্ষক বলেন, “মুখ্যমন্ত্রী তো ডেকেছেন আমাদের ঠিক আছে। কিন্তু উনি কাদের নিয়ে বসতে চাইছেন? যোগ্যদের নিয়ে নাকি অযোগ্যদের নিয়ে? যোগ্য়-অযোগ্য যদি সঙ্গে বসে, যাঁরা দুর্নীতি করে চাকরি পেয়েছে, আমরা যোগ্যরা তো তাঁদের সঙ্গে বসতে পারব না। মুখ্যমন্ত্রী খুবই ধূর্ত। উনি আগের দিন ‘বঞ্চিত’ শব্দ ব্যবহার করলেন। এই বঞ্চিত কারা? আমরা পরীক্ষা দিয়ে যোগ্যতার সঙ্গে চাকরি করেছি।” চাকরিহারা আর এক জীবন বিজ্ঞানের শিক্ষক বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী কাদের পক্ষে? উনি কি যোগ্যদের পৃথক লিস্ট দেবেন? নাকি অযোগ্যদের সঙ্গে এখনও থাকবেন?” তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রীকে লিস্ট দিতে হবে যোগ্যদের। আর বলতে হবে এর বাইরে আর কোনও যোগ্য নেই।”
তবে চাকরিহারাদের নিয়ে এখনও কোনও রকম বক্তব্য মেলেনি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের। প্রসঙ্গত, আগামী সাত তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিহারাদের কী বার্তা দেন তিনি সেই দিকেই তাকিয়ে সকলে। এর মধ্যেই আবার নবান্ন অভিযানের ডাক দিল পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য়মঞ্চ।