
কলকাতা: প্রত্যেক বছরই স্বাধীনতা দিবসের আগে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকে গোটা দেশজুড়ে। একই সুরক্ষা বলয় থাকে বাংলাতেও। কলকাতাকে মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তায়। আর এবার স্বাধীনতা দিবসের দিন রেড রোডকে ১৩টি জ়োনে ভাগ করা হয়েছে।
রেড রোড চত্বরে সকাল থেকে মোতায়েন থাকবে বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত থাকবেন যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিক সহ একাধিক পদস্থ অফিসার। প্রতি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন IPS ও একজন করে ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। রেড রোড সহ সংলগ্ন এলাকায় থাকবে পুলিশ বুথ। ১৪ তারিখ রাত থেকেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় চলবে নাকা চেকিং। বাড়তি নজরদারি থাকবে মেট্রো স্টেশনগুলিতেও।
রেড রোড সহ সংলগ্ন এলাকায় থাকবে ৯ টি পিসিআর ভ্যান রাখা হবে। ৬ টি ওয়াচ টাওয়ার তৈরি রাখা হচ্ছে। মহড়া দেখতে আসা ব্যক্তিরদের জন্য ডাফরিন রোড বাস্কেট বল গ্রাউন্ডে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, গত ২২ এপ্রিল বৈসরণে পর্যটকদের বেছে বেছে খুন করে জঙ্গিরা। সেই ঘটনার কয়েকদিন পর ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সেনা। এরপর জঙ্গিদের হয়ে পক্ষ নিয়ে ভারতের সঙ্গে সংঘাতে জড়ায় পাকিস্তান। ভারত-পাকিস্তান সেই সংঘাতের পর এবার প্রথম ১৫ই অগস্ট। ফলত, নিরাপত্তা আরও আটোসাঁটো করতে জোর দিচ্ছে পুলিশ।