Regent Park: নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিত? রিজেন্ট পার্কে নির্মীয়মান বহুতল থেকে এভাবে একসঙ্গে দুই যুবকের পড়ে যাওয়ায় রহস্য

Satyajit Mondal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 12, 2023 | 10:46 AM

Regent Park: নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন, তার তদন্তে রিজেন্ট পার্ক থানার পুলিশ আধিকারিকরা।  দক্ষিণপাড়া কর্নার প্লটের এই বহুতল নীচ থেকে তালাবন্ধ। পাশে রাখা রয়েছে একটি কাঠের সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে সহজেই বহুতলের দোতলায় পৌঁছে যাওয়া যায়।

Regent Park: নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিত? রিজেন্ট পার্কে নির্মীয়মান বহুতল থেকে এভাবে একসঙ্গে দুই যুবকের পড়ে যাওয়ায় রহস্য
রিজেন্ট পার্ক (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: নির্মীয়মান বহুতল থেকে পড়ে মৃত এক যুবক, আহত আরও এক যুবক। ঘটনাটি রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্ব পুটিয়ারি দক্ষিণ পাড়ার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় পুটিয়ারি দক্ষিণ পাড়ার একটি নির্মীয়মান বহুতল থেকে নীচে পড়ে যায় প্রলয় বিশ্বাস নামের এক যুবক। একই সঙ্গে অমিত নায়েক নামের অন্য এক যুবক পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রলয় বিশ্বাসের। আহত অমিতকে এমআরবাঙ্গুর হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসকরা এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করে। পরে পুনরায় এমআর বাঙ্গুর হাসপাতাল অমিতকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসা চলছে বলে পুলিশ সূত্রে খবর।

নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন, তার তদন্তে রিজেন্ট পার্ক থানার পুলিশ আধিকারিকরা।  দক্ষিণপাড়া কর্নার প্লটের এই বহুতল নীচ থেকে তালাবন্ধ। পাশে রাখা রয়েছে একটি কাঠের সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে সহজেই বহুতলের দোতলায় পৌঁছে যাওয়া যায়। স্থানীয় বালিন্দারাই জানাচ্ছেন, এই বহুতলে প্রতিদিনই সন্ধ্যার পর থেকে মদ্যপানের আসর বসে। এলাকাবাসীরাই জানাচ্ছেন, বৃহস্পতিবার ওই বাড়িতে দুপুরের পর থেকেই আসর বসে যায়। বিরিয়ানি আসে, বসে মদ্যপানের আসরও।

রাতে হঠাৎই তাঁরা ওপর থেকে কিছুটা পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেয়েছিলেন। তারপরই বেরিয়ে এসে তাঁরা রক্তাক্ত অবস্থায় দু’জনকে পড়ে থাকতে দেখেন। কেউ তাঁদের ঠেলে ফেলে দিয়েছিলেন, নাকি নিছক দুর্ঘটনা, তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে।নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Next Article