Regent Park: নির্মীয়মান ফ্ল্যাটে বল ঢোকায় বাঁশ দিয়ে ‘মার’ প্রোমোটারের, গ্রেফতার

Regent Park: আক্রান্ত যুবকের জ্যেঠিমা জানান, যে জায়গায় প্রমোটিং চলছিল, তার পাশে একটা মাঠ রয়েছে, সেখানেও ওরা খেলছিল। বল ফ্ল্যাটে ঢুকে যায়। সে সময়ে একটা ঘরের ভিতর বসে প্রোমোটার সম্ভবত মদ্যপান করছিলেন বলে অভিযোগ।

Regent Park: নির্মীয়মান ফ্ল্যাটে বল ঢোকায় বাঁশ দিয়ে মার প্রোমোটারের, গ্রেফতার
বাঁ দিকে অভিযুক্ত Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 04, 2025 | 1:30 PM

কলকাতা: রিজেন্ট পার্ক এলাকায় প্রোমোটারের দাদাগিরির অভিযোগ। নির্মীয়মান ফ্ল্যাটে বল ঢুকে যাওয়ায় দুই যুবককে বাঁশপেটা করার অভিযোগ। রিজেন্ট পার্ক এলাকার পূর্ব  পুঁটিয়ারির ঘটনা। অভিযুক্ত প্রোমোটারের নাম প্রাণতোষ সাহা। তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আক্রান্ত যুবকের জ্যেঠিমা জানান, যে জায়গায় প্রমোটিং চলছিল, তার পাশে একটা মাঠ রয়েছে, সেখানেও ওরা খেলছিল। বল ফ্ল্যাটে ঢুকে যায়। সে সময়ে একটা ঘরের ভিতর বসে প্রোমোটার সম্ভবত মদ্যপান করছিলেন বলে অভিযোগ। কারণ নিগৃহীত যুবকদের বয়ান অনুযায়ী, প্রোমোটার যখন তাদের বাঁশ দিয়ে পেটাচ্ছিল, তাঁর মুখ দিয়ে মদের গন্ধ বের হচ্ছিল। চার পাঁচ জন। এক জনের পাঁয়ে বাঁশ দিয়ে পেটায় বলে অভিযোগ। বাবা-মা তুলে গালি দেন বলেও অভিযোগ। তাঁর কথায়, “ওই প্রোমোটারেরও তো দুটো সন্তান রয়েছে, যাঁর ঘরে বাচ্চা রয়েছে, তিনি কীভাবে এমনভাবে মারতে পারেন!”

এক জনের হাত ভেঙে গিয়েছে বলে অভিযোগ, আরেকটা বাচ্চার পা ভেঙে গিয়েছে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দারাই অভিযুক্ত প্রোমোটারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নিগৃহীত এক যুবক বলেন, “আমরা বল আনতে চার জন ঢুকেছিলাম। উনি বাঁশ নিয়ে একটা ঘর থেকে বেরিয়ে আসেন। আমার দুই বন্ধু দেখে পালিয়ে যায়। তারপর বাঁশ চালিয়ে দেন ওই ব্যক্তি।”