Santanu Sen: শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল, আপাতত করতে পারবেন না ডাক্তারি

Santanu Sen: ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল'কে না জানিয়ে বিদেশি ডিগ্রি ব্যবহার করে ডাক্তারি করছিলেন শান্তনু সেন। এমনই অভিযোগ ওঠে। আজ, বৃহস্পতিবার তাঁকে তলব করা হয়েছিল।

Santanu Sen: শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল, আপাতত করতে পারবেন না ডাক্তারি
শান্তনু সেনImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 03, 2025 | 7:13 PM

কলকাতা: চিকিৎসক তথা রাজনৈতিক নেতা শান্তনু সেনের বিরুদ্ধে ওঠে বড় অভিযোগ। বৃহস্পতিবার তাঁকে ডেকেছিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। আর সেখানেই দোষী সাব্যস্ত হয়েছেন শান্তনু। তাই তাঁর রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হল। আপাতত ২ বছরের জন্য সাসপেন্ড করা থাকবে রেজিস্ট্রেশন, ফলে চিকিৎসক হিসেবে ২ বছর প্র্যাকটিস করতে পারবেন না শান্তনু সেন।

দিনের পর দিন বিদেশি ডিগ্রি ব্যবহার করে মানুষের চিকিৎসা করছিলেন, এমনই অভিযোগ ওঠে শান্তনুর বিরুদ্ধে। তাঁর ওই ডিগ্রির বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। এদিন সে বিদেশি ডিগ্রি ব্যবহারের সেই অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই জানিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল’কে না জানিয়ে ওই ডিগ্রি ব্যবহারের অভিযোগ ওঠে।

অভিযোগ ওঠার পর শান্তনু সেন দাবি করেন, কাউন্সিল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে তলব করেছে, কোথাও কোন‌ও অনিয়ম হয়নি। মেডিক্যাল কাউন্সিল প্রতিহিংসামূলক আচরণ করছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। এফআরসিপি ডিগ্রি নিয়ে শান্তনুর সাফাই হল, এই ডিগ্রি সাম্মানিক, রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করা যায়।

কাউন্সিলের চিঠি পাওয়ার পর যথাযথভাবে আবেদন করে রেজিস্ট্রেশন নথিভুক্ত করার জন্য ১০ হাজার টাকা জমা করেছেন তিনি। সেই টাকাও ফেরত দেওয়া হচ্ছে না বলে অভিযোগ শান্তনুর। বৃহস্পতিবার দুপুর ২টোয় ডাকা হয়েছিল তাঁকে।

তৃণমূলের আর এক চিকিৎসক নেতা নির্মল মাজি বলেন, “শান্তনু সেনকে সাসপেন্ড করা ঠিক সিদ্ধান্ত। ওঁর আচরণের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে। উনি যাঁকে আমাকে আক্রমণ করছেন, তিনি আমাদের সবার নেতা।”