কলকাতা: দক্ষিণবঙ্গের জন্য কিছুটা সুখবর। রবিবার তাপপ্রবাহের আশঙ্কা কমল। আপাতত শনিবার পর্যন্তই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা থাকছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে গরমের হাত থেকে নিস্তার নেই পশ্চিমের জেলাগুলির। শুক্রবারই ৪২ ডিগ্রির ঘরে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। তবে শহর কলকাতায় তাপপ্রবাহের কোনও সতর্কতা নেই। তবে গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। আরও স্বস্তির কথা শোনাচ্ছে হাওয়া অফিস। রবি-সোম রাজ্যজুড়ে রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। রবিবারের পর ৩-৪ ডিগ্রি কমবে তাপমাত্রার পারদ।
তবে হাওয়া অফিস এও বলছে, ৬ তারিখ পর্যন্ত শুষ্ক এবং গরম হওয়ার প্রভাব থাকবে গোটা বঙ্গেই। দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলাতে থাকছে তাপপ্রবাহের সম্ভাবনা। আপাতত কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ২৩ থেকে ৯৪ শতাংশের আশপাশে।
৬ তারিখ কলকাতার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতেও। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার ফলেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি ঝাড়খণ্ড, বিহারে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এরইমধ্যে। যার বিস্তার ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত হতে পারে। ফলে সে ক্ষেত্রেও হতে পারে বৃষ্টি।
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও। উত্তরবঙ্গে দার্জিলিং,কালিম্পং জলপাইগুড়ি,কোচবিহারে বৃষ্টি বাড়ব। মালদহ ও দুই দিনাজপুরেও থাকছে বৃষ্টির পূর্বাভাস। কিন্তু, তা পরিমাণে অনেকটাই কম হবে বলে মনে করা হচ্ছে। ৭ তারিখ সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়ারও দেখা মিলতে পারে বলে জানা যাচ্ছে।