বিচার পাবেন ‘তিলোত্তমা’! RG Kar ধর্ষণ মামলার রায় ঘোষণা শনিবার
RG Kar case: শেষ হবে সব প্রতিবাদ-বিক্ষোভ! বিচার পাবেন তিলোত্তমা? অপেক্ষা আর বেশিদিনের নয়। শেষ হয়ে গেল আরজি কর খুন ও ধর্ষণ মামলার শুনানি। এবার রায় ঘোষণা করবে আদালত।
কলকাতা: শেষ হল সব পক্ষের সওয়াল-জবাব। অবশেষে বিচার পেতে চলেছেন ‘তিলোত্তমা’। গত ৯ অগস্টের একটি ঘটনায় তোলপাড় হয় গোটা রাজ্য তথা দেশ। স্বাস্থ্য ব্যবস্থার খোলনোলচে বদলে যায়। আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুতে প্রশ্ন ওঠে সার্বিক নিরাপত্তা নিয়ে। সেই মামলায় এবার রায় ঘোষণা করবে নিম্ন আদালত।
আরজি করের খুন-ধর্ষণ মামলায় বুধবারই সওয়াল শেষ করেছেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের পক্ষের আইনজীবী। বৃহস্পতিবার বক্তব্য সম্পূর্ণ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। তিলোত্তমার বাবা-মাও বিচার চেয়ে পৃথকভাবে আবেদন জানান। এদিন তাঁদের বক্তব্যও শোনা হয় আদালতে। আদালতে রুদ্ধদ্বার কক্ষে চলছিল শুনানি।এবার রায় ঘোষণা করবে আদালত। আগামী ১৮ জানুয়ারি, শনিবার, দুপুর আড়াইটেয় রায় ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
আরজি করের ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। একটি ঘটনা থেকে উঠে আসে আরজি কর মেডিক্যাল কলেজের একাধিক দুর্নীতি। গ্রেফতার হন আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যদিও পরে জামিন পান তিনি। এবার শিয়ালদহ আদালত সেই মূল মামলায় রায় ঘোষণা করবে। ঘটনার ৫ মাস ৯ দিন পর এই রায় ঘোষণা করা হচ্ছে। রায় ঘোষণাতেই স্পষ্ট হবে, কে আসল দোষী? ধৃত সিভিক ভলান্টিয়ার কি শাস্তি পাবেন? সেই রায়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।
সর্বোচ্চ শাস্তি চেয়ে আবেদন জানিয়েছেন তিলোত্তমার বাবা-মা। তিলোত্তমার মা বলেন, “আমি মনে করি হাসপাতালের কোনও লোকও জড়িত আছে। একজনের পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব নয়। সবাই যখন শাস্তি পাবে, তখন আমার মেয়ের আত্মা শান্তি পাবে।”