RG Kar Medical College: আরজি করে অধ্যক্ষর ক্ষমতা হস্তান্তর নিয়েও সকাল থেকে চরম নাটকীয়তা

RG Kar: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উঠছে। আরজি করের প্রাক্তন নন-মেডিক্যাল ডেপুটি সুপার কার্যত একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন এই অধ্যক্ষের নামে। এই আবহে সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য ভবন।

RG Kar Medical College: আরজি করে অধ্যক্ষর ক্ষমতা হস্তান্তর নিয়েও সকাল থেকে চরম নাটকীয়তা
প্রতিবাদে পড়ুয়ারা। আরজি করে। Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Sep 12, 2023 | 12:27 PM

কলকাতা: অধ্যক্ষের বদলি ঘিরে রাজনীতির ময়দানের ধাঁচে বিক্ষোভ চিকিৎসক পড়ুয়াদের। দলীয় নেতা পদ হারালে অনুগামীদের বিক্ষোভ নতুন নয় বঙ্গ রাজনীতিতে। এবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষের বদলি ঘিরে গভীর রাতে বিক্ষোভ আন্দোলনে সামিল হলেন চিকিৎসক পড়ুয়াদের একাংশ। সোমবার সন্ধ্যায় আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলি নির্দেশিকা জারি হয়। এরপর রাতে অধ্যক্ষের কার্যালয়ের বাইরে জমায়েত-স্লোগান শুরু হয়ে যায় চিকিৎসক পড়ুয়াদের একাংশের। অধ্যক্ষ যাতে বদলি না হন, সেই স্লোগানও ওঠে।

মুখ্যমন্ত্রী বিদেশ সফর থেকে না ফেরা পর্যন্ত অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলি নির্দেশিকা যেন কার্যকর না হয়, এই দাবিকে সামনে রেখেই সোমবার রাত থেকে অধ্যক্ষের সমর্থনে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন চিকিৎসক পড়ুয়াদের একাংশ। মঙ্গলবার সকালে দায়িত্ব বুঝে নেওয়ার কথা আরজি করের নতুন অধ্যক্ষ‌ মানস বন্দ্যোপাধ্যায়ের। নতুন অধ্যক্ষ দায়িত্ব নিতে এলে বাধা যে আসবে তা স্পষ্ট করে দিয়েছেন অবস্থানকারীরা। পড়ুয়ারা বলছেন, যিনি নতুন অধ্যক্ষ হয়েছেন তাঁর আমলে একাধিক দুর্নীতির ঘটনা ঘটেছিল। তাই তাঁরা ‘ছাত্রদরদী’, ‘সরকারপন্থী’, ‘উন্নতিকামী’ অধ্যক্ষ সন্দীপ ঘোষকেই আরজি করের অধ্যক্ষ‌ হিসাবে দেখতে চান।

এদিন আরজি করে অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর ঘিরে সকাল থেকেই নাটকীয়তা। নিয়ম অনুযায়ী পুরনো অধ্যক্ষের নতুন অধ্যক্ষকে দায়িত্ব হস্তান্তর করার কথা। আরজি কর সূত্রের খবর, অপসৃত অধ্যক্ষ সন্দীপ ঘোষ আরজি করে আসেননি। তাঁকে ফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। নতুন অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়ের ফোন‌ও ধরেননি সন্দীপ ঘোষ। এরপর স্পেশাল সেক্রেটারির নির্দেশে সন্দীপবাবুর অনুপস্থিতিতে এম‌এসভিপি সঞ্জয় বশিষ্ঠের ঘরে গিয়েছেন নতুন অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়।

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উঠছে। আরজি করের প্রাক্তন নন-মেডিক্যাল ডেপুটি সুপার কার্যত একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন এই অধ্যক্ষের নামে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতিতে মদত দেওয়ার অভিযোগও আছে। এই আবহে সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য ভবন।

অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বদলির কথা বলা হয় সেই স্বাস্থ্য ভবনের সেই বিজ্ঞপ্তিতে। শুধু বদলিই নয়, এক চিঠিতেই পদও অনেকটা নেমে যায় সন্দীপ ঘোষের। আরজি করের অধ্যক্ষকে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের প্রফেসর হিসাবে। অন্যদিকে আরজি করের নতুন অধ্যক্ষ হিসাবে ঘোষণা করা হয় মানসকুমার বন্দ্যোপাধ্যায়ের নাম। যিনি এতদিন বারাসত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল পদে ছিলেন। অধ্যক্ষের বদলি নির্দেশিকা সামনে আসতেই সোমবার রাতে উত্তপ্ত হয় আরজি কর ক্যাম্পাস। পিজিবির সামনে জমায়েত করে প্রতিবাদ জানান পড়ুয়াদের একাংশ। তাঁরা বলতে থাকেন, ‘আমরা অধ্যক্ষকে ছাড়ছি না, ছাড়ব না।’ এর আগেও একবার সন্দীপ ঘোষকে বদলি করার কথা বলা হয়। তবে ৪৮ ঘণ্টার মধ্যে সেই নির্দেশিকা প্রত্যাহারও করেছিল স্বাস্থ্য ভবন। এবারও কি তার পুনরাবৃত্তি হতে চলেছে, উঠছে সে প্রশ্নও।