Rinku Majumdar’s Son Death: ‘ওর বিয়েও ঠিক হয়ে গেছিল,মা মত দিয়েছিল, তাহলে কী এমন হল?’, সত্যিটা জানতে চাইছেন প্রীতমের জেঠিমা

Rinku Majumdar’s Son Death: উত্তর ২৪ পরগনার হালিশহরে বড় হয়েছেন প্রীতম। পরে কাজের সূত্রে থাকা শুরু করেন কলকাতায়। তথ্য়-প্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা যাচ্ছে, সোমবার রাতে বান্ধবী ও বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন।

Rinku Majumdar’s Son Death: ওর বিয়েও ঠিক হয়ে গেছিল,মা মত দিয়েছিল, তাহলে কী এমন হল?, সত্যিটা জানতে চাইছেন প্রীতমের জেঠিমা
প্রীতম দাশগুপ্তের দেহ উদ্ধারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 13, 2025 | 5:56 PM

কলকাতা: ছোট থেকে মানুষ হালিশহরে। বড় হওয়া সেখানে। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই স্তম্ভিত তাঁর জেঠু-জেঠিমা। তাঁরা চাইছেন সত্যটা সামনে আসুক। ছোট থেকে যে ছেলেটাকে চোখের সামনে বড় হতে দেখেছেন, তাঁর এইভাবে মৃত্য়ু?

উত্তর ২৪ পরগনার হালিশহরে বড় হয়েছেন প্রীতম। পরে কাজের সূত্রে থাকা শুরু করেন কলকাতায়। তথ্য়-প্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা যাচ্ছে, সোমবার রাতে বান্ধবী ও বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন। এরপর মঙ্গলবার উদ্ধার হয় নিথর দেহ। ছেলের আচমকা মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন রিঙ্কু। দুঃসংবাদ কানে যেতে নিজেদের স্থির রাখতে পারছেন না প্রীতমের জেঠু-জেঠিমা।

প্রীতমের জেঠিমা ঝর্ণা দাশগুপ্ত বলেন, “আমরা তো অবাক হয়ে গেলাম…। ওর বাবার কাছে আসত। কাকার ওইখানে যায়।” তিনি এও বলেন, “আমাদের সঙ্গেই তো থাকত এতদিন। আমরা শুনেই থ হয়ে গেলাম। বিয়ে ঠিক হয়ে গিয়েছে। ওর মা-ও বিয়েতে সম্মতি জানিয়েছিলেন। একটা সার্ভিস করে শুনেছি। কিন্তু বুঝতে পারছি না। আমরা চাই সত্যি প্রকাশিত হোক।” প্রসঙ্গত, উল্লেখ্য, মঙ্গলবার স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলের নিউটাউনের আবাসন থেকে নিথর দেহ উদ্ধার হয়। তাঁকে উদ্ধার করে প্রথমে নিউটাউনের বেসরকার হাসপাতাল ও পরে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।