কলকাতা: রাত ১০টা থেকে সকাল ৬ পর্যন্ত চলবে রাস্তা সারাইয়ের কাজ। সে কারণেই বন্ধ থাকছে মা ফ্লাইভারের একাংশ। বিবৃতি জারি করে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। চিংড়িহাটা থেকে যে রাস্তা সায়েন্স সিটির দিকে যাচ্ছে তার ডানদিকে মা ফ্লাইওভারে ওঠার যে রাস্তা তা বন্ধ থাকছে।
সারাইয়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত তা খুলছে না। ফলে ওই পথে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট যেতে হলে তবে রাত দশটার পর আর ওঠা যাবে না মা ফ্লাইভারে। ঘুরপথে অর্থাৎ সায়েন্স সিটি হয়ে ৪ নম্বর ব্রিজ হয়ে যেতে হবে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মা ফ্লাইওভারে যানচলাচলের ক্ষেত্রে এসেছে বড় বদল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক খেয়ে বছরের শুরুতেই মা ফ্লাইওভারে রাত ১০টার পর বাইক চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয় পুলিশ। তবে নির্দিষ্ট গতির বাইরে বাইকের স্পিড উঠলেই দিতে হবে জরিমানা। চাপানো হয়েছে সেই শর্ত। প্রসঙ্গত, কয়েকদিন আগে মা উড়ালপুল নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সাফ বলেছিলেন, “মা ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়েছে সন্ধ্যার পর। পুলিশের একটাই কাজ বন্ধ করে দেওয়া।” তিনি এক কথা বলার পর ২৪ ঘণ্টা পার হতে না হতেই এসে গিয়েছিল নতুন নির্দেশিকা।