e Kolkata News: 'বাঁচাও বাঁচাও' বলেই বীভৎস শব্দ! রক্তে ভেসে গেল রবীন্দ্রনগরের রাস্তা, হাড়হিম ঘটনা কলকাতায় - Bengali News | Room owner accused to killed woman in rabindranagar kolkata | TV9 Bangla News

Kolkata News: ‘বাঁচাও বাঁচাও’ বলেই বীভৎস শব্দ! রক্তে ভেসে গেল রবীন্দ্রনগরের রাস্তা, হাড়হিম ঘটনা কলকাতায়

Rabindranagar: পুলিশ জানায়, অভিযুক্তের বাড়িটি সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। সেই ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। তদন্তের পর অভিযুক্ত বাসুদেব ঘোষকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

Kolkata News: বাঁচাও বাঁচাও বলেই বীভৎস শব্দ! রক্তে ভেসে গেল রবীন্দ্রনগরের রাস্তা, হাড়হিম ঘটনা কলকাতায়
রবীন্দ্রনগরে খুন?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 31, 2026 | 5:09 PM

রবীন্দ্রনগর: ভাড়াটিয়াকে তিনতলা ছাদ থেকে ফেলে খুনের অভিযোগ। গ্রেফতার বাড়ির মালিক। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর থানার অন্তর্গত সন্তোষপুর শান্তিনগর বিবেক দল এলাকায় ভাড়াটিয়াকে ছাদ থেকে ফেলে খুনের অভিযোগ উঠল বাড়ির মালিকের বিরুদ্ধে। মৃত বৃদ্ধার নাম শেফালী মান্না (৭৬)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বাড়ির মালিক বাসুদেব ঘোষের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন শেফালী মান্না। গতকাল দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিট নাগাদ এলাকাবাসী হঠাৎ ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনতে পান। এর পরেই দু’তলার ছাদ থেকে ওই বৃদ্ধা নিচে পড়ে যান। স্থানীয়দের অভিযোগ, বাড়ির মালিক বাসুদেব ঘোষ ইচ্ছাকৃতভাবে তাঁকে ছাদ থেকে ফেলে দেন। ঘটনার পর রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা রবীন্দ্রনগর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে আহত বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানায়, অভিযুক্তের বাড়িটি সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। সেই ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। তদন্তের পর অভিযুক্ত বাসুদেব ঘোষকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। আজ তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল। তিনি পূর্বে গ্রেফতারও হয়েছিলেন। সেই ঘটনার পর আবার এমন অভিযোগ ওঠায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এলাকাবাসীর বক্তব্য, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।