Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railway Police: দুর্যোগের আবহে একেবারে ‘হিরো’ RPF, হাওড়া-শিয়ালদহে প্রাণ বাঁচল ৩ যাত্রীর

Railway Police: শিয়ালদহ স্টেশনেও দেখা যায় একই ছবি। শিয়ালদহ-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসটা সব প্ল্যাটফর্মে ছেড়ে যাওয়ার তোড়জোড় করছিল। গড়িয়েছে ট্রেনের চাকা। এদিকে এরইমধ্যে দেখা যায় এক ব্যক্তি দৌড়ে এসে ট্রেনে ওঠার চেষ্টা করছেন। উঠেও পড়েছিলেন। আচমকা পিছলে যায় পা।

Railway Police: দুর্যোগের আবহে একেবারে ‘হিরো’ RPF, হাওড়া-শিয়ালদহে প্রাণ বাঁচল ৩ যাত্রীর
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: May 26, 2024 | 4:51 PM

কলকাতা: রেমাল আতঙ্কে ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে একগুচ্ছ ট্রেন বাতিল হয়েছে। রবিবার-সোমবারে হওড়া শিয়লদহে বাতিল বহু লোকাল ট্রেন। এদিকে দুর্যোগের আবহে একেবারে অন্য ভূমিকায় দেখা গেল। বাঁচল তিনটে প্রাণ। এদিন হাওড়া-আরামবাগ লোকালে ঘটে যায় বিপত্তি। চলন্ত ট্রেন থেকে পড়ে যান এক ব্যক্তি। ট্রেন ও প্ল্য়াটফর্মের ফাঁক দিয়ে নিচে চলে যান তিনি। দৃশ্য দেখে ছুটে আসেন হাওড়া নর্থ পোস্টের আরপিএফ কর্মীরা। উদ্ধার করেন ওই যাত্রীকে। 

অন্যদিকে শিয়ালদহ স্টেশনেও দেখা যায় একই ছবি। শিয়ালদহ-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসটা সব প্ল্যাটফর্মে ছেড়ে যাওয়ার তোড়জোড় করছিল। গড়িয়েছে ট্রেনের চাকা। এদিকে এরইমধ্যে দেখা যায় এক ব্যক্তি দৌড়ে এসে ট্রেনে ওঠার চেষ্টা করছেন। উঠেও পড়েছিলেন। আচমকা পিছলে যায় পা। ঘটনা দেখে দ্রুত ওই জায়গায় ছুটে আসেন আরপিএফ কর্মীরা। বরাত জোরে প্রাণে বেঁচে যান ওই যাত্রী। ঘটনা দেখে ততক্ষণে হতবাক প্ল্যাটফর্মে থাকা অন্যান্য যাত্রীরা। ধন্যবাদও জানান উদ্ধারকারী আরপিএফ কর্মীদের। 

একই ছবি বালিতেও। সেখানেও তারকেশ্বর-হাওড়া লোকাল থেকে নামার সময় পা পিছলে পড়ে যাচ্ছিলেন এক মহিলা যাত্রী। সেই সময় প্ল্যাটফর্মে ডিউটিতে ছিলেন বেশ কিছু আরপিএফ কর্মী। ঘটনা দেখে দ্রুত ছুটে যান তাঁরা। পড়তে পড়তেও বেঁচে যান ওই যাত্রী।