কলকাতা: ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে অযোধ্যায়। রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান সেরেই সরাসরি কলকাতায় আসছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত। তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন ভাগবত। ২২ জানুয়ারি কলকাতায় পা রাখবেন তিনি। ২৩ জানুয়ারি ও ২৪ জানুয়ারিও বঙ্গেই একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।
২৩ জানুয়ারি সরসঙ্ঘ চালক মোহন ভাগবতের কর্মসূচি আছে বারাসতে। বারাসতে ‘একত্রিকরণ কর্মসূচি’ আছে। তাতেই অংশ নেবেন ভাগবত। সেখানে পূর্ণ গণবেশে ১ হাজার স্বয়ংসেবক উপস্থিত থাকবেন। গত বছরও ২৩ জানুয়ারি কলকাতাতেই ছিলেন মোহন ভাগবত। নেতাজির জন্মদিন উপলক্ষে শহিদ মিনারে সভা করেছিলেন ভাগবত। এবারও তাঁর বিভিন্ন কর্মসূচি আছে।
গত মাসেই দু’দিনের সফরে বাংলায় এসেছিলেন সরসঙ্ঘ চালক। প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস থেকে ভারতীয় চলচ্চিত্র জগতের নক্ষত্র ভিক্টর বন্দ্যোপাধ্যায়, তবলাবাদক বিক্রম ঘোষ থেকে বিজেপি নেতা কল্যাণ চৌবের বাড়িতে যান মোহন ভাগবত। লোকসভা ভোটের আবহে মোহন ভাগবতের বারবার এই বঙ্গসফর নিয়ে নানা মহলে চর্চা শুরু হয়েছে। যদিও বিজেপির তরফে আগেই দিলীপ ঘোষ জানিয়েছিলেন, উনি বছরে বেশ কয়েকবারই এ রাজ্যে আসেন। আরএসএসের কাজের কিছু ধরন রয়েছে। প্রচারে আসে না বলে অনেকে তা জানতে পারেন না।