Sacked Group C Group D Staff: ‘আমাদের পেটের ভাত কেড়ে ক্যান্টিন থেকে খাবার আনিয়ে খাচ্ছেন?’, ক্ষোভের বিস্ফোরণ চাকরিহারাদের

Sacked Group C Group D Staff: "আমাদের আট জন সহকর্মী অনশনে বসে, আর ওনারা খাবেন! আর্টিকাল ২১, আর্টিকাল ১৬, আর্টিকাল ১৪-এগুলো কোথায় গেল, শুধু সুপ্রিম কোর্ট মনে রেখেছে আমাদের বেলাতে! জীবনের কোনও দাম নেই।"

Sacked Group C Group D Staff:  আমাদের পেটের ভাত কেড়ে ক্যান্টিন থেকে খাবার আনিয়ে খাচ্ছেন?, ক্ষোভের বিস্ফোরণ চাকরিহারাদের
ডিরোজিও ভবনের বাইরে আন্দোলনImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 22, 2025 | 12:51 PM

কলকাতা: এসএসসি ভবনের পাশাপাশি ডিরোজিও ভবনেও চলছে অবস্থান বিক্ষোভ। লাগাতর বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষাকর্মীরাও। ডিরোজিও ভবনের গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষাকর্মীরা। তাঁদের বক্তব্য, ওই ভবনের ভিতরে একটি ক্যান্টিন রয়েছে, সেই ক্যান্টিন থেকেই খাবার যাচ্ছেন শিক্ষাকর্তা-আধিকারিকদের কাছে। তাতেই তাঁদের আপত্তি। কারণ রাতভর না খেয়ে রাস্তায় হকের চাকরির দাবিতে পড়ে রয়েছেন তাঁরা। এদিকে কীভাবে, কোন মানসিকতায় আধিকারিকদের কাছে খাবার যাবে ক্যান্টিন থেকে?

এক চাকরিহারা বলেন, “এই ভবনের ওপর আমাদের কোনও ক্ষোভ ছিল না। বিদ্যাসাগর ভবনের লাগোয়াই হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের অফিস। এই ক্যান্টিন থেকেই অনবরত খাবার যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। আমরা সকালে বারণ করে গিয়েছিলাম, খাবার যেন এখানে না যায়। জালিয়াতি করে খাবার পাঠাচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের স্টাফরা চুরি করে চাকরি দিয়েছে, তাঁরাই এখন ভিতরে বসে রয়েছেন। আমাদের আট জন সহকর্মী অনশনে বসে, আর ওনারা খাবেন! আর্টিকাল ২১, আর্টিকাল ১৬, আর্টিকাল ১৪-এগুলো কোথায় গেল, শুধু সুপ্রিম কোর্ট মনে রেখেছে আমাদের বেলাতে! জীবনের কোনও দাম নেই।”

শিক্ষাকর্তা আধিকারিকদের সঙ্গে চাকরিহারা কথা বলেন। ক্যান্টিন কর্তৃপক্ষকে গোটা বিষয়টি বোঝানোর চেষ্টা করেন তাঁরা। এক চাকরিহারা বলেন, “আমাদের পেটের ভাতটা কেড়ে নিয়েছে। এদিকে ক্যান্টিন থেকে খাবার যাচ্ছে! আমরা ২৪ ঘণ্টা বলে দিচ্ছি, এবার আত্মহত্যা করব।”