
কলকাতা: প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিহারাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে তাঁকে গো ব্যাক স্লোগান শুনতে হয়। কিন্তু কেন? সে প্রশ্নের উত্তর দিলেন চাকরিহারা আন্দোলনের প্রতিনিধি মেহবুব মণ্ডল।
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেহবুব প্রশ্ন তোলেন, এখন পর্যন্ত কেন বাংলার কোনও সাংসদ এই ইস্যুতে রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন না? কেন কোনও চিঠি করলেন না? কেবল সান্ত্বনা দেওয়া ছাড়া কিছু হবে কি? মেহবুবের কথায়, “এই ঘটনায় জড়িত নেই কে? আমরা চাইছি তো, সমস্ত রাজনৈতিক দল, যাঁরা বিরোধী রাজনৈতিক দল করেন, শাসকদল, প্রত্যেকে নিজেদের মতো করে অবস্থান নিক আমাদের জন্য।”
তাঁর সাফ প্রশ্ন, “আমাদের কাছে এসে হবেটা কী? আমাদের কাছে এসে সান্ত্বনা দেবেন, তাতে আমাদের হবেটা কী? তাতে আমাদের চাকরি ফিরবে না।” তিনি তুলে ধরেন রাহুল গান্ধীর প্রসঙ্গ। বলেন, “বিহার থেকে দুজন এমপি চিঠি লিখলেন, রাহুল গান্ধী চিঠি লিখলেন রাষ্ট্রপতিকে, কিন্তু আমাদের রাজ্যের শাসকদলের সাংসদরা, কিংবা বিরোধী দলের সাংসদরা- তাঁরা কি এই বিষয়ে লিগ্যালি সাউন্ড করেছেন? করেননি।”
উল্লেখ্য, দুদিন আগেই চাকরিহারাদের একাংশ আইনি পরামর্শ নিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান। তাঁর শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকেরও কথা ছিল। কিন্তু তিনি কসবাকাণ্ডের প্রতিবাদে তিনি তা বাতিল করেন। এবার চাকরিহারাদের কাছে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি।