
কলকাতা: দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। রাজ্য জুড়ে চলছে সেই কর্মসূচি। আজ, শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের অফিসে অভিযান কর্মসূচি রয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আচার্য সদনের সামনে বাড়ছে ভিড়। কসবা-কাণ্ডের পর এদিন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে করুণাময়ী চত্বরে। আর সেই পুলিশকে এদিন গোলাপ দিতে গেলেন চাকরিহারারা। তবে সেই গোলাপ গ্রহণ করল না পুলিশ।
গত বুধবার কসবা ডিআই অফিসে অভিযান চালানোর সময় চাকরিহারাদের উপর লাঠিচার্জ করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এমনকী চাকরিহারাদের গায়ে পা তুলছে পুলিশ, এমন দৃশ্যও দেখা গিয়েছে। পুলিশ কমিশনার বলেছেন, আক্রান্ত হয়েছে পুলিশকর্মীরাও।
এদিন চাকরিহারাদের দেখা যায় একথালা গোলাপ হাতে পুলিশের দিকে এগিয়ে যেতে। এরপর থালা থেকে একটি একটি গোলাপ দেওয়া হয় পুলিশকে। পুলিশ হাত নেড়ে গোলাপ নিতে অস্বীকার করে। কেন এভাবে গোলাপ দিলেন? চাকরিহারারা বলেন, “আমরা পুলিশকে গোলাপ দিয়ে বলতে চাই, তাদের সঙ্গে সবরকম সহযোগিতা করতে চাই।” পুলিশকেও এদিন সে কথা বলেন তাঁরা। কিন্তু পুলিশ সেই গোলাপ নিতে চায়নি।