Sacked Teachers: সময় বেশি নেই, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান চাকরিহারারা

Sacked Teachers: ২১ দিন ধরে পথে বসে আন্দোলন করছেন সেই শিক্ষক-শিক্ষিকারা। সোমবার বিকাশ ভবনে শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকে বসলেও নানা বিষয় নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছেন বলে দাবি চাকরিহারা শিক্ষকদের।

Sacked Teachers: সময় বেশি নেই, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান চাকরিহারারা
ফাইল ছবিImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 27, 2025 | 9:52 AM

কলকাতা: আন্দোলন চলছে দীর্ঘ সময় ধরে। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা পথে বসে রয়েছেন বিকাশ ভবনের সামনে। ইতিমধ্যে সরকারের তরফেও তাঁদের সঙ্গে কথা বলা হয়েছে। তবে ধোঁয়াশা কাটছে না কিছুতেই। এখনও একাধিক প্রশ্নের উত্তর অধরা। তাই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসতে চান তাঁরা। কথা বলতে চান শিক্ষামন্ত্রীর সঙ্গেও।

২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাদের মধ্যে যোগ্য ও অযোগ্য শিক্ষক পৃথক করতে প্রমাণ দিতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নতুন করে নিয়োগের পরীক্ষা হওয়ার কথা। আর তাতেই আপত্তি চাকরিহারা শিক্ষকদের একাংশের।

২১ দিন ধরে পথে বসে আন্দোলন করছেন সেই শিক্ষক-শিক্ষিকারা। সোমবার বিকাশ ভবনে শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকে বসলেও নানা বিষয় নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছেন বলে দাবি চাকরিহারা শিক্ষকদের। তাঁরা জানতে চান, তাঁদেরকে নিয়ে সরকার কী ভাবছেন? আইনি পথে যাওয়ার ক্ষেত্রেই বা সরকার কতটা সক্রিয়? এই সব বিষয়ে এবার খোলাখুলি আলোচনায় বসতে চান চাকরিহারা শিক্ষকরা।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ মে-র মধ্যে পরীক্ষার নোটিফিকেশন জারি হওয়ার কথা। তাই হাতে সময় খুব কম রয়েছে। তাই তার আগেই বৈঠকে বসতে চাইছেন চাকরিহারা শিক্ষকরা।