কলকাতা: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্যালাইন বিভ্রাট! মৃত্যু হয় মামনি রুইদাস নামে এক প্রসূতির। যা নিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপাড়। যতক্ষণ পর্যন্ত না ময়নাতদন্তের রিপোর্ট আসে, কী থেকে মৃত্যু প্রসূতির, তা নিশ্চিত করে বলতে পারছিলেন না বিশেষজ্ঞরা। এবার স্বাস্থ্যভবনে জমা পড়ল মামনি রুইদাসের ময়নাতদন্তের রিপোর্ট। রিপোর্টে উল্লেখ করা হয়েছে সেপটিক শকের। একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকলের কথাও বলা রয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। মৃতদেহের নমুনা সংগ্রহ করে ভিসারা সংগ্রহের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ নিয়ে সুস্পষ্ট ধারণা মিলবে বলে মত বিশেষজ্ঞদের।
কিন্তু এত ঘটনার পর প্রশ্ন তো থেকেই যাচ্ছে। কার গাফিলতিতে হল প্রসূতি মৃত্যু? অনুসন্ধানে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যায় সিআইডি টিম। সোমবারই এই ঘটনার তদন্তভারের দায়িত্ব সিআইডি-কে দেয় রাজ্য সরকারই। মঙ্গলবার ডিএসপি-র নেতৃত্বে তাঁরা হাসপাতালের সুপার, স্ত্রী রোগ বিশেষজ্ঞ-সহ হাসপাতালের একাধিক কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। যদিও সিআইডি তদন্তে আস্থা নেই মৃত পরিবারের পরিজনদের। তাঁরা চাইছেন সিবিআই তদন্ত হোক। সিবিআই চেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠিও করেছেন বিজেপি সাংসদ জ্যোর্তিময় সিং মাহাতো।
যদিও মুখ্যসচিব মনোজ পন্থের বক্তব্য, ” তদন্তের জন্য বলা হয়েছে। যেই দোষী হোক না কেন, যার কারণেই এই ঘটনা ঘটে থাকুক না কেন, কঠোর থেকে কঠোরতম শাস্তি তিনি পাবেনই।”