সাহিত্যিক সমরেশ মজুমদারের শারীরিক অবস্থা স্থিতিশীল

arunava roy | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 12, 2021 | 7:23 PM

সাহিত্যিক সমরেশ মজুমদারের গুরুতর অসুস্থতার খবরে মন ভার পাঠকদের (Reader)। অসংখ্য অনুরাগী তাঁর আরোগ্য প্রার্থনা করেছেন।

সাহিত্যিক সমরেশ মজুমদারের শারীরিক অবস্থা স্থিতিশীল
সমরেশ মজুমদার

Follow Us

কলকাতা: আগের থেকে ভাল আছেন সমরেশ মজুমদার (Samaresh Majumdar)। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল (Stable)। এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় শুক্রবার বিকেলে তাঁকে ভর্তি করা হয় বাইপাসের এক বেসরকারি হাসপাতালে। শরীরে করোনার সংক্রমণ মেলেনি। হাসপাতাল সূত্রের খবর, গতকালের চেয়ে আজ ভাল আছেন সমরেশ মজুমদার। তিনি এখনও ICU-তে চিকিত্‍সাধীন রয়েছেন।

শনিবার সমরেশ মজুমদারের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, “আপনাদের প্রিয় লেখক সমরেশ মজুমদার প্রবল শ্বাসকষ্ট নিয়ে গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন। আপনাদের সকলের ভালবাসা প্রার্থনায় এখন লেখকের অবস্থা আগের চেয়ে বেশ ভাল। এবং তিনি করোনায় আক্রান্ত নন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। তবে এখনও তিনি আই.সি.ইউ-তে আছেন, চিকিৎসকরা বলেছেন আরও তিন-চার দিন সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে।”

সাহিত্যিক সমরেশ মজুমদার হাসপাতালে ভর্তি হওয়ার খবরে মন ভার পাঠকদের। অসংখ্য অনুরাগী তাঁর আরোগ্য প্রার্থনা করেছেন।

আরও পড়ুন: দিনে নয়, রাতে টিকাকরণে উৎসাহী কাশ্মীরের গ্রামবাসীরা

Next Article