Santanu Sen: ‘ইয়ে ডর হামে আচ্ছা লাগা…’, ডাক্তারির সুযোগ ফিরে পেয়ে বললেন শান্তনু

Santanu Sen: কাউন্সিলের নির্দেশের পর শান্তনু কার্যত চ্যালেঞ্জ ছুড়েছিলেন। তিনি বলেছিলেন, বেশিদিন এই নির্দেশিকা ধোপে টিকবে না। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শান্তনু বলেন, "আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম, সাহস থাকলে আমাকে সাসপেন্ড করে দেখান।"

Santanu Sen: ইয়ে ডর হামে আচ্ছা লাগা..., ডাক্তারির সুযোগ ফিরে পেয়ে বললেন শান্তনু
বিতর্কে শান্তনু সেন Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 07, 2025 | 4:48 PM

কলকাতা: গত ৩ জুলাই সাংবাদিক বৈঠক করে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় জানিয়োছিলেন দু’বছরের জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করা হচ্ছে। দু বছর শান্তনু সেন ডাক্তারি করতে পারবে না বলেই জানানো হয়। আজ, সোমবার আদালতের রায়ে সেই নির্দেশ বাতিল হওয়ার পর স্বস্তি ফিরেছে। রেজিস্ট্রেশন বহাল থাকছে, রোগী চিকিৎসার ক্ষেত্রেও কোনও প্রভাব পড়বে না শান্তনুর। আদালত রায় দেওয়ার পর শান্তনু দাবি করলেন, আদতে ভয় পেয়েই তাঁর বিরুদ্ধে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

‌কাউন্সিলের নির্দেশের পর শান্তনু কার্যত চ্যালেঞ্জ ছুড়েছিলেন। তিনি বলেছিলেন, বেশিদিন এই নির্দেশিকা ধোপে টিকবে না। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শান্তনু বলেন, “আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম, সাহস থাকলে আমাকে সাসপেন্ড করে দেখান। আজ এই অনৈতিক, বেআইনি, দুর্নীতিপরায়ণ, অপরাধমনস্ক মানুষকে আদালত যোগ্য জবাব দিয়েছে।”

শান্তনু স্পষ্ট জানিয়েছেন, তিনি আগের মতোই এফ‌আরসিপি ডিগ্রি উল্লেখ করবেন। আগের মতোই প্র্যাক্টিসও করতে পারবেন। এরপর শান্তনু সেন সুদীপ্ত রায়কে আক্রমণ করে বলেন, চিকিৎসকদের ভয় দেখিয়ে মেডিক্যাল কাউন্সিলের সভাপতি যেভাবে কাজ করে চলেছেন, সেই জন্য চিকিৎসকেরা আমাদের সরকারের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। বয়সের ভারে সুদীপ্ত এমন কাজ করছেন বলে দাবি করেছেন শান্তনু।

শান্তনু আরও বলেন, “ইয়ে ডর হামকো অচ্ছা লাগা। শুধু আমাকে সরানোর জন্য যেভাবে এরা উঠে পড়ে লেগেছে, তা আমার ভাল লাগছে। আমি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি হলে এই মুহূর্তে পদ ছেড়ে বাড়ি চলে যেতাম।” এদিকে, সুদীপ্ত রায়ের দাবি, তাঁরা যা চেয়েছিলেন, তাই হয়েছে।