Sarada Scam: সত্যিই কি সুদীপ্ত সেনের থেকে ৯ কোটি নিয়েছিলেন সুজন? বিতর্কের মুখে পড়ে কী বললেন বাম নেতা?
Sarada Scam: “সুদীপ্ত সেনের চিঠির কোনও মূল্য নেই”, নাম জড়াতেই কড়া প্রতিক্রিয়া দিলেন বাম নেতা সুজন চক্রবর্তী।

কলকাতা: ২০২০ সালের রেশ এখনও টাটকা। এদিকে ওই বছরই ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে বিস্ফোরক সেই চিঠি লেছেন সারদা মামলার (Sarada Case) অন্যতম প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেন (Sudipto Sen)। এবার সে চিঠি নিয়েই নতুন করে চর্চা শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলে। শুক্রবার সারদা মামলায় বিধাননগর এমপি এমএলএ আদালতে ট্রায়ালে দিতে আসতে দেখা যায় সুদীপ্ত সেনকে। আদালতের সামনেই কারা তাঁর টাকা নিয়েছিলেন সাংবাদিকদের তরফে এ প্রশ্ন করা হলে সুদীপ্তর মুখে শোনা যায় শুভেন্দুর নাম। তারপর থেকেই তা নিয়ে জোরদার চর্চা চলছে বঙ্গ রাজনীতিতে। নাম জড়িয়েছে বাম নেতাদেরও।
এদিকে ২০২০ সালের ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে যে বিস্ফোরক চিঠি পাঠিয়েছিলেন সুদীপ্ত তাতে নাম ছিল সিপিএম নেতা বিমান বসু, সিপিএম নেতা সুজন চক্রবর্তীর ( Left leader Sujan Chakraborty)। তাতে সুদীপ্ত জানিয়েছিলেন সুজন চক্রবর্তীকে ৯ কোটি টাকা,বিমান বসুকে ২ কোটি টাকা দিয়েছিলেন। একইসঙ্গে নাম জড়ায় কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর। সুদীপ্তর দাবি অধীররঞ্জন চৌধুরীকে তিনি ৬ কোটি টাকা দিয়েছিলেন। শুভেন্দু অধিকারীকে দিয়েছিলেন ৬ কোটি টাকা। তালিকায় ছিল মুকুল রায়ের নাম। এ ইস্যু নিয়ে নতুন করে চর্চা শুরু হতেই মুখ খুলতে দেখা গেল বাম নেতা সুজন চক্রবর্তীকে।
সুজন চক্রবর্তীর দাবি, ”সুদীপ্ত সেনের চিঠির কোনও মূল্য নেই। ভোটের আগে তৃণমূল বিরোধী সব রাজনৈতিক দলের নেতাদের নাম ছিল চিঠিতে। এখন আর ভোট নেই, তাই একজনের নাম আছে। আর তৃণমূল রাজনৈতিক কর্মসূচি নিতেই পারে। কিন্তু সেখানে এটাও বলা হবে তো যে শুভেন্দু যখন এই কাজ করেছিলেন, তখন মমতার হাত মাথায় ছিল, তাই এগুলো করেছিলেন। সাহস পেয়েছিলেন।” তবে সুজন মুখে যাই বলুন, ‘দুর্নীতিমুক্ত ভাবমূর্তিই’ রাজনৈতিক ময়দানে বামেদের প্রধান অস্ত্র। সরকারি চাকরির নিয়োগ দুর্নীতি নিয়ে যেখানে ল্যাজেগোবরে অবস্থা তৃণমূল সরকাররে সেখানে বরাবরই নিজেদের ‘নিস্কলঙ্ক’ ভাবমূর্তি নিয়ে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বাম নেতারা। লাগাতার তোপ দাগতে দেখা গিয়েছে সুজন-বিমানদের। টেনেছেন বাম সরকারের ‘সুশাসনের’ প্রসঙ্গ। এবার সারদা মামলায় তাঁদেরই নাম জড়িয়ে যাওয়ায় তা নিয়ে বাম শিবিরে যে বড় ধাক্কা লেগেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
