SCO: বার্থ সার্টিফিকেট দেখতেই চোখ কপালে দুঁদে কর্তাদের! ভারত পাকিস্তান যুদ্ধ আবহে কলকাতার একবালপুরের বুকে বসে ওয়াসিদ চালছিলেন চাল, বড় পর্দা ফাঁস

SCO: সূত্রের খবর, মাস দুই আগে ওই যুবক পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। বিভিন্ন নথির সঙ্গে জন্ম শংসাপত্র জমা করেন। যা দেখে সন্দেহ হয় তদন্তকারীদের।প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পারেন, হাওড়ার একটি গ্রাম পঞ্চায়েত থেকে আব্দুল ওয়াসিদের নামে জন্মের শংসাপত্র ইস্যু হয়েছিল।

SCO: বার্থ সার্টিফিকেট দেখতেই চোখ কপালে দুঁদে কর্তাদের! ভারত পাকিস্তান যুদ্ধ আবহে কলকাতার একবালপুরের বুকে বসে ওয়াসিদ চালছিলেন চাল, বড় পর্দা ফাঁস
প্রতীকী ছবি Image Credit source: Facebook

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 09, 2025 | 6:47 PM

কলকাতা: ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি। গোটা দেশে উত্তেজনা। জারি হাই অ্যালার্ট। বাংলাতেও কড়া সতর্কতা প্রশাসনের। এর মধ্যেই ফের ভুয়ো জন্মের শংসাপত্র দিয়ে পাসপোর্টের আবেদন করে গ্রেফতার কলকাতার এক যুবক।লালাবাজার সূত্রে খবর, আব্দুল ওয়াসিদ নামে একবালপুরের বাসিন্দা ওই যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের SCO ।

সূত্রের খবর, মাস দুই আগে ওই যুবক পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। বিভিন্ন নথির সঙ্গে জন্ম শংসাপত্র জমা করেন। যা দেখে সন্দেহ হয় তদন্তকারীদের।প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পারেন, হাওড়ার একটি গ্রাম পঞ্চায়েত থেকে আব্দুল ওয়াসিদের নামে জন্মের শংসাপত্র ইস্যু হয়েছিল।

তদন্তকারীদের দাবি, হাওড়ার জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জন্য যায় আব্দুল ওয়াসিদের জন্মশংসাপত্রটি ভুয়ো। এরপরই আজ গ্রেফতার করা হয় যুবককে।

কীভাবে, কার মাধ্যমে, ওই ভুয়ো জন্মশংসাপত্র পেয়েছিলেন, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। উল্লেখ্য, এই প্রথম নয় এর আগেও বন্দর এলাকার একাধিক ব্যক্তি জাল নথি দিয়ে পাসপোর্টের আবেদন করার অভিযোগে গ্রেফতার হয়েছে। গত সপ্তাহেই ভুয়ো জন্মশংসাপত্র দিয়ে পাসপোর্টের আবেদন করার অভিযোগে মহম্মদ আফতাব আলম নামে রাজাবাগানের বাসিন্দা এক যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে পারে, মালদার মানিকচকের উত্তর চণ্ডীপুর গ্রাম থেকে জন্মেরশংসাপত্র ইস্যু হয়েছিল। কলকাতা থেকে একেরপর এক ভুয়ো জন্মশংসাপত্র দিয়ে পাসপোর্টের আবেদনকারী ধরা পড়ায় রীতিমতো উদ্বিগ্ন তদন্তকারীরা।

তাঁদের অনুমান বড়সড় কোনও চক্রের যোগ রয়েছে এই সব ভুয়ো জন্মশংসাপত্র তৈরির পেছনে। ওই চক্রের সদস্যরা মোটা টাকার বিনিময়ে কী পাইয়ে দিয়ে থাকে ভুয়ো জন্মশংসাপত্র! সেসব তথ্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পেতে চাইছেন গোয়েন্দারা।