Padma Awards: থিমের ভিড়ে সাবেকিয়ানার স্বীকৃতি, ভারত সরকারকে ধন্যবাদ পদ্মশ্রী প্রাপক সনাতন রুদ্র পালের

Soma Das | Edited By: সায়নী জোয়ারদার

Jan 26, 2024 | 2:20 PM

Padma Shree: এখন থিমের পুজোর রমরমা শহরজুড়ে। তবে তার মাঝেও সাবেকিয়ানার ভাটা কখনওই পড়তে পারে না বলেই বিশ্বাস সনাতন রুদ্র পালের। মোহনবাঁশি রুদ্র পালের ঘরানাকেই এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। সনাতন রুদ্র পাল বলেন, "থিম শিল্পীরা এত ভালভাবে সবটা উপস্থাপন করেন। তবুও যে এই পুরস্কার আমাদের সাবেকিয়ানায় এল, এটার জন্য ভারত সরকারের কাছে আমি কৃতজ্ঞ।"

Padma Awards: থিমের ভিড়ে সাবেকিয়ানার স্বীকৃতি, ভারত সরকারকে ধন্যবাদ পদ্মশ্রী প্রাপক সনাতন রুদ্র পালের
শিল্পী সনাতন রুদ্র পাল।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: পদ্ম পুরস্কার পাচ্ছেন প্রখ্যাত বাঙালি মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল। প্রখ্যাত মৃৎশিল্পী মোহনবাঁশি রুদ্র পালের ছেলে তিনি। পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হচ্ছে তাঁকে। দীর্ঘ সময় ধরে কুমোরটুলির সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক। তাঁর হাতে তৈরি প্রতিমা দেশে তো বটেই, যায় বিদেশেও। কেমন লাগছে এমন একটা সম্মান পেয়ে? শিল্পী সনাতন রুদ্র পাল বলেন, “আমাকে সম্মান দেওয়া মানে এই সম্মান শুধু আমার নয়, আমার এই শিল্পের সঙ্গে যারা জড়িত প্রত্যেকে এই সম্মানের ভাগিদার। আমরা ভাগাভাগি করেই এই পুরস্কার নেব। এই গৌরবের খবর সকলের মাঝে আমরা ছড়িয়ে দিতে চাই। এই সম্মান আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আগামী প্রজন্ম যেন অনুপ্রেরণা পায়।”

পদ্মশ্রীর জন্য নাম মনোনীত হয়েছে, খবর পেয়েই মা-বাবার কথা মনে এসেছিল সনাতন রুদ্র পালের। গুরুদেব, স্ত্রীর কথাও মনে পড়ে তাঁর। তাঁদের অনুপ্রেরণাই এতটা পথ এগিয়ে যেতে সাহায্য় করেছে বলে জানান শিল্পী।

এখন থিমের পুজোর রমরমা শহরজুড়ে। তবে তার মাঝেও সাবেকিয়ানার ভাটা কখনওই পড়তে পারে না বলেই বিশ্বাস সনাতন রুদ্র পালের। মোহনবাঁশি রুদ্র পালের ঘরানাকেই এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। সনাতন রুদ্র পাল বলেন, “থিম শিল্পীরা এত ভালভাবে সবটা উপস্থাপন করেন। তবুও যে এই পুরস্কার আমাদের সাবেকিয়ানায় এল, এটার জন্য ভারত সরকারের কাছে আমি কৃতজ্ঞ। এই সাবেকিয়ানাকে প্রাধান্য দেওয়ার জন্য গর্বিত।” শিল্পীর কথায়, ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মানুষ সাবেকি প্রতিমা দেখেন, এটাই বড় পাওনা। এই সম্মানের জন্য তাঁদের কাছেও কৃতজ্ঞতার শেষ নেই।

Next Article