
কলকাতা: ফের বন্ধ হতে চলেছে দ্বিতীয় হুগলি ব্রিজ। শনিবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকতে চলেছে শহরের অন্যতম ব্যস্ততম এই সেতু। একইসঙ্গে রবিবার দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্তও পুরোপুরো বন্ধ থাকবে এই সেতু। রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। কলকাতা পুলিশের তরফে বিবৃতি জারি করে এ কথা জানান হয়েছে। ফলে ওই সময়সীমার মধ্যে ওই পথে থাকা সমস্ত গাড়ির যাত্রাপথও যে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে তা বলাই বাহুল্য। একইসঙ্গে ওই সময়ে বিদ্যসাগর সেতু বন্ধের ফলে গাড়ির চাপও অনেকটাই বাড়তে চলেছে হাওড়া ব্রিজে।
এর আগে ২৪ অগস্ট ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ ছিল হুগলি সেতুয সে বার হুগলি ব্রিজ কমিশন অথরিটির তরফে জানান হয়েছিল কেবল-বিয়ারিং সহ সেতুর একাধিক ক্ষেত্রে মেরামতির প্রয়োজন রয়েছে। সে কারণেই ব্রিজ বন্ধ রেখে কাজের প্রয়োজন ছিল। এবারও ফের সেই রক্ষাণাবেক্ষণের কাজের জন্যই বন্ধ হতে চলেছে হুগলি ব্রিজ।
কলকাতা ও হাওড়া তো বটেই আশপাশের সমস্ত জেলার সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে অন্যতম বড় ভূমিকা রাখে হুগলি নদীর উপর তৈরি এই সেতু। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম কেবল সেতুও বটে। ১৯৯২ সালে ৩৮৮ কোটি টাকা দিয়ে তৈরি হয়েছিল এই বিশালাকার সেতু। ক্যানভাসে কলকাতার প্রসঙ্গ উঠলেই একাধারে যেমন হাওড়া ব্রিজ বড় জায়গা নিয়ে থাকে তেমনই এই বিদ্যাসাগর সেতুর সৌন্দর্য, নির্মাণ শৈলীতে বরাবরই মুদ্ধ হয় বঙ্গবাসী। তথ্য বলছে, রোজ প্রায় ৫০ হাজারের বেশি যান চলাচল করে থাকে এই সেতুর উপর দিয়ে। ফলে অল্প সময়ের জন্য এই সেতুতে যান চলাচল বন্ধ হলেই শহরের অন্য রাস্তায় যান চলাচলের উপর মারাত্মক চাপ দেখা যায়।