Alarm Chain Pulling: অকারণে ট্রেনে অ্যালার্ম চেন টানেন? এখনই সাবধান হয়ে যান…
Alarm Chain Pulling: তথ্য দিয়ে পূর্ব রেল জানিয়েছে, চলতি বছরের ১ তারিখ থেকে ১০ মার্চ পর্যন্ত অকারণে অ্যালার্ম চেন টানায় মোট ৮৭২টি মামলা হয়েছে। মোট ৮০৩ জন ব্যক্তির বিরুদ্ধে মামলাগুলি দায়ের হয়েছে।

কলকাতা: ট্রেনের স্টপেজ নেই। এমন স্টেশনেও দিব্যি অ্যালার্ম চেন টেনে নেমে পড়ছেন যাত্রীরা। আবার কোনও যাত্রীর সঙ্গী স্টেশনে তখনও পৌঁছননি। অ্যালার্ম চেন টেনে ট্রেন থামিয়ে দিলেন যাত্রী। এমন ছবি বারবার ধরা পড়েছে। এই নিয়ে যাত্রীদের সতর্ক করল রেল। অকারণে অ্যালাম চেন পুলিং (এসিপি) যে দণ্ডনীয় অপরাধ, যাত্রীদের ফের স্মরণ করিয়ে দিল পূর্ব রেল। একইসঙ্গে তথ্য দিয়ে পূর্ব রেল জানাল, পূর্ব রেলওয়েতে চলতি বছরে এখনও পর্যন্ত যথাযথ কারণ ছাড়া অ্যালার্ম চেন টানায় ৮৭২টি মামলা হয়েছে।
যাত্রীদের সতর্ক করে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যথাযথ কারণ ছাড়া অ্যালার্ম চেন টানলে যাত্রী পরিষেবা ব্যাহত হয়। কয়েকজন ব্যক্তির দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য অন্য যাত্রীদের নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থলে পৌঁছনোর ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়।
গত ১০ মার্চের উদাহরণ তুলে ধরে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ১৩১২১ আপ কলকাতা-গাজীপুর সিটি সাপ্তাহিক এক্সপ্রেস, ১৩১৮১ আপ কাজিরাঙা এক্সপ্রেস-সহ পাঁচটি দীর্ঘ-দূরত্বের ট্রেন অ্যালার্ম চেন টানার কারণে থামাতে হয়। একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে, যথাযথ কারণ ছাড়াই অ্যালার্ম চেন টানা হয়েছে। অকারণে অ্যালার্ম চেন টানায় মামলাও করেছে পূর্ব রেল। তথ্য দিয়ে পূর্ব রেল জানিয়েছে, চলতি বছরের ১ তারিখ থেকে ১০ মার্চ পর্যন্ত অকারণে অ্যালার্ম চেন টানায় মোট ৮৭২টি মামলা হয়েছে। মোট ৮০৩ জন ব্যক্তির বিরুদ্ধে মামলাগুলি দায়ের হয়েছে। ৮৭২টি মামলার মধ্যে হাওড়া বিভাগে মামলা দায়ের হয়েছে ২৮১টি। শিয়ালদহ বিভাগে মামলা দায়ের হয়েছে ৪৮টি। আসানসোল বিভাগে ২৭৬টি মামলা এবং অন্য ডিভিশনগুলিতে ২৬৭টি মামলা দায়ের হয়েছে।
পূর্ব রেলের তরফে বলা হয়েছে, ট্রেনের যাত্রীদের অনেকেই হয়তো চাকরিতে যোগদানের জন্য সময়ে পৌঁছনোর তাড়া থাকে। কারও বা পরীক্ষা থাকে। সেখানে অকারণে অ্যালার্ম চেন টানলে তাঁরা সমস্যায় পড়েন। প্রকৃত প্রয়োজনের ক্ষেত্রে অ্যালার্ম চেন টানার অনুরোধ জানিয়ে পূর্ব রেলের তরফে বলা হয়েছে, যাত্রীদের সঠিক পরিষেবা দিতে সবসময় সচেষ্ট তারা। কিন্তু, অকারণে অ্যালার্ম চেন টানলে পরিষেবা ব্যাহত হয়। তাতে হয়রানির শিকার হন যাত্রীরাই।

