Local Train Cancel: দু’দিন প্রচুর ট্রেন বাতিল শিয়ালদহের এই লাইনে, ভোগান্তি এড়াতে চাইলে এখনই জেনে নিন

Aritra Ghosh | Edited By: Soumya Saha

Nov 03, 2023 | 12:03 AM

Sealdah South: রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ ডিভিশনের ফুটওভার ব্রিজের কাজ চলার জন্য এই ট্রেনগুলি বাতিল রাখা হবে। আগামী শনিবার (৪ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিট থেকে রবিবার দিন (৫ নভেম্বর) সকাল ১০টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা ট্রাফিক পাওয়ার ব্লক থাকবে বলে জানানো হয়েছে।

Local Train Cancel: দুদিন প্রচুর ট্রেন বাতিল শিয়ালদহের এই লাইনে, ভোগান্তি এড়াতে চাইলে এখনই জেনে নিন
ট্রেন বাতিল
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। বাতিল থাকছে বহু লোকাল ট্রেন। রবিবার এমনিতেই সাধারণ সময় সূচি অনুযায়ীই বেশ কিছু ট্রেন চলে না। তার উপর এই শনি-রবিতে আরও একগুচ্ছ ট্রেন বাতিল রাখা হচ্ছে শিয়ালদহ দক্ষিণের বালিগঞ্জ-নামখানা সেকশনে। বেশ কিছু ট্রেনের গতিপথও নিয়ন্ত্রণ করা হচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ ডিভিশনের ফুটওভার ব্রিজের কাজ চলার জন্য এই ট্রেনগুলি বাতিল রাখা হবে। আগামী শনিবার (৪ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিট থেকে রবিবার দিন (৫ নভেম্বর) সকাল ১০টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা ট্রাফিক পাওয়ার ব্লক থাকবে বলে জানানো হয়েছে।

একনজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকছে শনি – রবিতে

শনিবার বাতিল থাকছে

  • ডাউন 34752 শিয়ালদহ – লক্ষ্মীকান্তপুর লোকাল

রবিবার যে ট্রেনগুলি বাতিল থাকছে

  • ডাউন 34716 শিয়ালদহ – লক্ষ্মীকান্তপুর লোকাল
  • ডাউন 34720 শিয়ালদহ – লক্ষ্মীকান্তপুর লোকাল
  • আপ 34713 লক্ষ্মীকান্তপুর – শিয়ালদহ লোকাল
  • আপ 34715 লক্ষ্মীকান্তপুর – শিয়ালদহ লোকাল
  • আপ 34717 লক্ষ্মীকান্তপুর – শিয়ালদহ লোকাল
  • আপ 34721 লক্ষ্মীকান্তপুর – শিয়ালদহ লোকাল
  • আপ 34725 লক্ষ্মীকান্তপুর – শিয়ালদহ লোকাল
  • ডাউন 34882 সোনারপুর – ডায়মন্ডবার লোকাল
  • আপ 34881 ডায়মন্ডহারবার – সোনারপুর লোকাল
  • আপ 34891 ডায়মন্ডহারবার – বারুইপুর লোকাল
  • ডাউন 34332 বারুইপুর – ডায়মন্ডহারবার লোকাল
  • আপ 34331 লক্ষ্মীকান্তপুর – বারুইপুর লোকাল
  • ডাউন 34892 বারুইপুর – লক্ষ্মীকান্তপুর লোকাল

এর পাশাপাশি আরও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে শনিবার ও রবিবারের জন্য। 34754 ডাউন শিয়ালদহ – লক্ষ্মীকান্তপুর লোকাল লোকাল শনিবার লক্ষ্মীকান্তপুরের পরিবর্তে বারুইপুর পর্যন্ত যাবে এবং আপ 34711 লক্ষ্মীকান্তপুর – শিয়ালদহ লোকাল লক্ষ্মীকান্তপুর স্টেশনের বদলে বারুইপুর থেকে ছাড়বে। এছাড়া 34712, 34714, 34718 ও 34722 ডাউন শিয়ালদহ – লক্ষ্মীকান্তপুর লোকাল লক্ষ্মীকান্তপুরের বদলে দক্ষিণ বারাসত পর্যন্ত যাবে। একইরকমভাবে 34791, 34719, 34723 ও 34729 আপ লক্ষ্মীকান্তপুর – শিয়ালদহ লোকাল দক্ষিণ বারাসত স্টেশন থেকে ছাড়বে।

 

Next Article