Sheikh Shahjahan: জেলবন্দি শাহজাহানকে ‘ষড়যন্ত্রে সহযোগিতা’র অভিযোগ! পত্নী তসলিমাকে স্বস্তি আদালতের
Sheikh Shahjahan Sandeshkhali: গত ১০ই ডিসেম্বর সকালে বাসন্তী হাইওয়ে রোডে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন শাহজাহানের মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ। অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ট্রাক চাপা দেওয়ার চেষ্টা করা হয় তাঁকে। এই দুর্ঘটনায় তিনি বেঁচে যান। কিন্তু রক্ষে পায় না তাঁর ছেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলানাথের ছেলে ও তাঁদের গাড়ির চালকের।

সন্দেশখালি: ৫ হাজার টাকার বন্ডে জামিন পেলেন শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি। শনিবার শেখ শাহজাহানের বিরুদ্ধে হওয়া মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ভোলানাথ ঘোষের ছেলে ও চালকের মৃত্যুর মামলায় তসলিমার আগাম জামিনের আবেদন মঞ্জুর করল বারাসত আদালত। জামিন পেলেন শাহজাহানের স্ত্রী।
ন্যাজাট থানায় ভোলানাথ ঘোষ অভিযোগ দায়েরের সময় তসলিমা বিবি ও শেখ শাহজাহানের নাম মূল অভিযুক্ত হিসাবে রেখেছিলেন। কিন্তু কোন যুক্তিতে এত তাড়াতাড়ি স্বস্তি পেলেন তিনি? বিচারকের পর্যবেক্ষণ, এই ঘটনায় এখনও পর্যন্ত তসলিমার কোনও যোগ দেখাতে পারেনি পুলিশ। তাই সেই সূত্র ধরেই শাহজাহান-পত্নীকে স্বস্তি দিয়েছেন আদালত। মঞ্জুর হয়েছে আগাম জামিনের আবেদন। তবে তসলিমাকে মুক্ত নন! তদন্তে পুলিশের সঙ্গে সহযোগিতা করতে হবে এবং বিচারপ্রক্রিয়াতেও যোগ দিতে হবে বলেই সাফ জানিয়ে দিয়েছেন বিচারক।
প্রসঙ্গত, গত ১০ই ডিসেম্বর সকালে বাসন্তী হাইওয়ে রোডে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন শাহজাহানের মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ। অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ট্রাক চাপা দেওয়ার চেষ্টা করা হয় তাঁকে। এই দুর্ঘটনায় তিনি বেঁচে যান। কিন্তু রক্ষে পায় না তাঁর ছেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলানাথের ছেলে ও তাঁদের গাড়ির চালকের।
এরপর ন্যাজাট থানা দ্বারস্থ হন ভোলানাথ। শেখ শাহজাহান ও তাঁর স্ত্রী-সহ মোট ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। খুন ও খুনের চেষ্টার ধারায় ধারাতেই FIR দায়ের করা হয়েছিল। অভিযোগপত্রে এও বলা হয়েছিল, শেখ শাহজাহান প্রথমে তাঁর স্ত্রীকে পরিকল্পনার কথা জানায়। তারপরই শাহজাহানের বাকি সঙ্গীদের হাত ধরে গোটা পরিকল্পনা সাজানো হয়। তবে শনিবার সেই ন্যাজাট-মামলায় সাময়িক নিস্তার পেলেন তসলিমা। বলে রাখা প্রয়োজন, শুধুই ন্যাজাট নয়! সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনাতেও ইডি র্যাডারে ছিলেন তিনি। সেই সময় প্রায় ১১ ঘণ্টা ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে।
