
সন্দেশখালি: একে আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি দুর্ঘটনা। তাতে সাক্ষীর ছেলে-সহ চালকের মৃত্যু। তাতে আবারও নাম জড়িয়েছে শাহজাহানেরই। অভিযোগ উঠছে, জেলে বসেই খুনের প্ল্যান ছকেছেন তিনি। তাতে নতুন করে বিতের্কের পারদ চড়েছে। এরই মধ্যে আগামীতে আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান! শাহজাহানের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগের সারবত্তা রয়েছে, হাইকোর্টে এমনই অনুসন্ধান রিপোর্ট জমা করেছে সিবিআই।
জোর করে জমি দখল, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি করে ফেলা, এহেন ভুরিভুরি অভিযোগ সামেন উঠে এসেছিল শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে সিবিআই এর তরফে করা অনুসন্ধান রিপোর্ট জমা পড়েছে হাইকোর্টে। হাইকোর্টের নির্দেশেই অনুসন্ধান চালায় সিবিআই।
এলাকায় ক্যাম্প অফিস করে, গ্রামের বাড়িতে বাড়িতে ঘুরে অভিযোগ গ্রহণ করে সিবিআই। এতদিন যাবৎ সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে অনুসন্ধান চালানো হয়।সিবিআই সূত্রে দাবি, জমি দখল সংক্রান্ত জমা পড়া অভিযোগের মধ্যে প্রায় ৩০০০ অভিযোগের ক্ষেত্রে যথাযথ তথ্য প্রমাণ রয়েছে।
জমি দখলের ক্ষেত্রে শাহজাহানের ভাইয়ের নেতৃত্বে এলাকায় শাহজাহানের বাহিনী কাজ করতেন, এমনই প্রমাণ মিলেছে অনুসন্ধানে। জোর করে জমি দখলের অভিযোগের সারবত্তা রয়েছে, এই মর্মে কলকাতা হাইকোর্টে অনুসন্ধান রিপোর্ট পেশ করেছে সিবিআই।
সূত্রের খবর, তদন্তকারীরা প্রায় তিন হাজার অভিযোগ খতিয়ে দেখে অনুসন্ধান রিপোর্ট জমা দিয়েছে। তার মধ্যে অধিকাংশ তথ্যই কলকাতা হাইকোর্টে জমা পড়েছে বলে সূত্রের খবর। যদি জমি দখলের অনুসন্ধান রিপোর্টের সত্যতা আদালতে প্রমাণিত হয়, তাহলে শাহজাহানের বিপদ আরও বাড়তে পারে। জামিন পেতেও সমস্যা হতে পারে। উল্লেখ্য, ২০২৪ সালে শাহজাহানের বিরুদ্ধে মূলত রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়েছিল ইডি। সেখানে ব্যাপক বাধার মুখে পড়তে হয়। সেই থেকে শুরু। এরপর কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়ে কেউটে। যা রীতিমতো জাতীয় রাজনীতিতেও শোরগোল ফেলে দেয়।