Shootout at Kolkata: মহালয়ার দিন শহরের জনবহুল এলাকায় জিমের ভিতরে পরপর চলল গুলি

Kolkata Incident: সেই সময় জিম চলছিল। অর্থাৎ অনেকেই ভিতরে ছিলেন। এছাড়া এটি জনবহুল জায়গায় হওয়ায় আশপাশে লোকজন ছিলেন অনেক। একটি আবাসনের নীচের তলায় রয়েছে ওই জিম। এরকম একটি জায়গায় দুষ্কৃতীরা যা করল, তাতে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

Shootout at Kolkata: মহালয়ার দিন শহরের জনবহুল এলাকায় জিমের ভিতরে পরপর চলল গুলি
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 21, 2025 | 2:31 PM

কলকাতা: রবিবার মহালয়া। শহর জুড়ে উৎসবের মেজাজ। সেই আমেজের মধ্যেই খাস কলকাতায় চলল গুলি। জনবহুল শহরে একটি জিমে ঢুকে গুলি চালাল দুষ্কৃতীরা। জিমের মালিককে নিশানা করে গুলি চালানো হয় বলে অভিযোগ, যদিও ঘটনার সময় মালিক জিমে উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে। কে বা কারা এভাবে ভরদুপুরে গুলি চালাল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

কলকাতার চারু মার্কেট এলাকার ঘটনা। রবিবার দুপুর সাড়ে ১২টার সময় আচমকা এলাকার একটি জিমে হাজির হন দুজন। তাঁদের পরণে রেইনকোট ছিল বলে জানা গিয়েছে। এরপর আচমকাই শোনা যায় গুলির শব্দ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জিমে ঢুকে মালিকের খোঁজ করছিলেন ওই দুজন। পরে পরপর দু রাউন্ড গুলি চালিয়ে বাইকে চেপে ফিরে যান তাঁরা।

সেই সময় জিম চলছিল। অর্থাৎ অনেকেই ভিতরে ছিলেন। এছাড়া এটি জনবহুল জায়গায় হওয়ায় আশপাশে লোকজন ছিলেন অনেক। একটি আবাসনের নীচের তলায় রয়েছে ওই জিম। এরকম একটি জায়গায় দুষ্কৃতীরা যা করল, তাতে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

চারু মার্কেট থানা থেকে মাত্র ২৮০ মিটারের মধ্যেই রয়েছে এই জিম। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশবাহিনী। ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা পরও কোনও খোঁজ নেই দুষ্কৃতীদের। পুলিশ তদন্ত করছে। তবে সার্বিকভাবে নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। এত অস্ত্রই বা কোথা থেকে আসছে! সেই প্রশ্ন তুলছেন এলাকার লোকজন।