Fire at Baghajatin Rail Station: দাউদাউ করে জ্বলছে বাঘাযতীন স্টেশন, মাঝপথেই থমকে দাঁড়িয়ে ট্রেন, চরম ভোগান্তি যাত্রীদের

Fire Incident: সোমবার সকালে বাঘাযতীন রেল স্টেশনে আগুন লাগে। সকাল ৬টা নাগাদ বাঘাযতীন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে থাকা একটি কাপড়ের দোকানে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানেও।

Fire at Baghajatin Rail Station: দাউদাউ করে জ্বলছে বাঘাযতীন স্টেশন, মাঝপথেই থমকে দাঁড়িয়ে ট্রেন, চরম ভোগান্তি যাত্রীদের
বাঘাযতীন স্টেশনে আগুন।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 12, 2026 | 8:08 AM

সুমন মহাপাত্রের ইনপুট

কলকাতা: সপ্তাহের প্রথম দিনেই ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লাগল বাঘাযতীন রেল স্টেশনে। প্ল্যাটফর্মের উপরে থাকা অস্থায়ী দোকানো  অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত রেল চলাচল, চরম ভোগান্তির শিকার হলেন নিত্যযাত্রীরা।

সোমবার সকালে বাঘাযতীন রেল স্টেশনে আগুন লাগে। সকাল ৬টা নাগাদ বাঘাযতীন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে থাকা একটি কাপড়ের দোকানে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানেও। আগুনের লেলিহান শিখা দেখে ভয় পেয়ে যান স্টেশনে উপস্থিত যাত্রীরা। আতঙ্ক ছড়ায় স্টেশন চত্বরে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে দোকানের ভেতরে থাকা কাপড় ও অন্যান্য সামগ্রী পুড়ে গিয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে।

কীভাবে আগুন লাগল, তার কারণ এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ ও দমকল বিভাগ।

এদিকে, অগ্নিকাণ্ডের জেরে নিরাপত্তার স্বার্থে শিয়ালদহ দক্ষিণ শাখার ডাউন লাইনে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। প্রায় আধঘণ্টা ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকে। এর প্রভাব পড়ে আপ লাইনেও। একাধিক লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। সোমবার সকালে ব্যস্ত সময়ে এই অগ্নিকাণ্ডের ঘটনায় অফিসযাত্রী ও নিত্যযাত্রীদের চরম সমস্যায় পড়তে হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।